প্রতিবেদন : রাজ্যে শিল্পায়নের মুকুটে নতুন পালক সংযোজন হতে চলেছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের হাতে গড়া রঘুনাথপুর জঙ্গলসুন্দরী কর্মনগরীতে উদ্বোধন হচ্ছে শ্রী সিমেন্ট গ্রুপের নতুন একটি সিমেন্ট কারখানার। কলকাতা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি এই কারখানার উদ্বোধন করবেন আজ। ইতিমধ্যে প্রস্তুতি সারা হয়েছে। শিল্পতালুকের মধ্যে নিতুড়িয়া থানার দিঘা এলাকায় ৭০ একর জমিতে কারখানাটি গড়া হয়েছে। বিনিয়োগ ৪০০ কোটি টাকা।
আরও পড়ুন-দিনের কবিতা
এই কারখানায় স্থায়ী কর্মসংস্থান হচ্ছে ৫০০ শ্রমিকের। ইতিমধ্যে রঘুনাথপুর জঙ্গলসুন্দরী কর্মনগরীতে নির্মাণকাজ শুরু করেছে আরও কয়েকটি শিল্পগোষ্ঠী। যার মধ্যে উল্লেখযোগ্য হল শ্যাম স্টিল শিল্পগোষ্ঠী। এদের কারখানার সীমানা-প্রাচীর দেওয়ার কাজ শেষ হয়ে গিয়েছে। এলাকার প্রাক্তন বিধায়ক পূর্ণচন্দ্র বাউড়ি জানিয়েছেন, শিল্পতালুকে অনেকগুলি নতুন কারখানা দ্রুত গড়ে উঠছে। চলতি বছরের শিল্প সম্মেলনের আগে নতুন এই প্রকল্পের পথচলা শুরু হওয়ায় রাজ্যের শিল্পায়নের ক্ষেত্রে সাফল্য নিঃসন্দেহে।

