বঙ্গ

জাগোবাংলা উৎসব সংখ্যা আজ উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

প্রতিবেদন : আজ, বুধবার জাগোবাংলা উৎসব সংখ্যার প্রকাশ হবে নজরুল মঞ্চে। রীতিমাফিক প্রতিবছর মহালয়াতে দলীয় মুখপত্রের এই পুজোসংখ্যা প্রকাশিত হয়ে আসছে। এবারও তার ব্যতিক্রম হবে না। দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়েই ‘জাগোবাংলা’র উৎসব সংখ্যার উদ্বোধন হয়। এবারও তাই হবে। আজ দুপুরে নজরুল মঞ্চে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্যে দিয়ে পালিত হবে এই বাৎসরিক মনোজ্ঞ অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী ছাড়াও উপস্থিত থাকবেন দলের প্রথম সারির নেতৃত্ব। থাকবেন মন্ত্রী, সাংসদ, বিধায়ক-সহ দলের কর্মী-সমর্থক ও সাধারণ মানুষ। থাকবেন লেখকরাও। সেইসঙ্গে পিতৃপক্ষের অবসান আর দেবীপক্ষের এই মাহেন্দ্রক্ষণে প্রকাশিত হতে চলেছে দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় ও সুরে পুজোর গানের অ্যালবাম ‘অঞ্জলি’। এবিষয়ে তৃণমূলের প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ তাঁর সোশ্যাল মিডিয়া পোস্টে লিখেছেন, মহালয়ার দুপুরে নজরুল মঞ্চে ‘জাগোবাংলা’ উৎসব সংখ্যা প্রকাশের সঙ্গেই উদ্বোধন হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় ও সুরে গানের অ্যালবাম ‘অঞ্জলি’র। মোট ১০টি গান রয়েছে এই অ্যালবামে। গানগুলি গেয়েছেন ইন্দ্রনীল সেন, নচিকেতা চক্রবর্তী, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়, বাবুল সুপ্রিয়, রাঘব চট্টোপাধ্যায়, অদিতি মুন্সি প্রমুখ শিল্পী।

আরও পড়ুন-দেবীপক্ষের সূচনাতেই শুরু মুখ্যমন্ত্রীর পুজো উদ্বোধন

যাঁদের শারদ প্রবন্ধ-গল্প-উপন্যাস-ছোটগল্প-কবিতা জায়গা পেয়েছে এবারের উৎসব সংখ্যায় তাঁরাও আজ উপস্থিত থাকবেন। এছাড়াও উপস্থিত থাকবেন সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টরা।
সারাবছর ধরে প্রতিদিন রাজনীতির খবর-সহ একাধিক দিকের খবর পরিবেশন করে ‘জাগোবাংলা’ পত্রিকা। বছরের এই দিনটা সকলে মুখিয়ে থাকেন ‘জাগোবাংলা’ উৎসব সংখ্যায় কী লেখা প্রকাশিত হল, কারা লিখলেন— সেসব জানার জন্য। আর অবশ্যই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কী বলেন তা শোনার জন্য। এই অনুষ্ঠানের পর প্রতি বছরের মতো এবারও পুজো উদ্বোধনে বেরিয়ে পড়বেন। পিতৃপক্ষের অবসানে মাতৃপক্ষের শুরুতেই সূচনা হবে কলকাতা তথা বাংলার সেরা উৎসবের।

আরও পড়ুন-আজ আই লিগ টু-এ ওঠার লড়াই

নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সংস্কৃতিচর্চার কথা কারও অজানা নয়। পুজোর আবহে বাঙালির গানের নস্টালজিয়া আজও চিরন্তন। এই দুই মিলে এবার দেবীপক্ষের সূচনায় প্রকাশিত হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায়-সুরে বাংলার বিশিষ্ট শিল্পীদের কণ্ঠে গান। সঙ্গীত আয়োজনে দেবজ্যোতি বোস ও কুণাল চক্রবর্তী। বুধবার নজরুল মঞ্চের অনুষ্ঠানে এই অ্যালবাম প্রকাশে উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং।

Jago Bangla

Recent Posts

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

18 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

27 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

52 minutes ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

10 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

10 hours ago

ট্রাম্পের শুল্কতোপের মুখেও অনড় ইউরোপের ঐক্য, পাল্টা পরিকল্পনা

ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…

11 hours ago