প্রতিবেদন : মোহনবাগান ক্লাবের নতুন তাঁবুর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে আসেন ক্লাবের নতুন সচিব দেবাশিস দত্ত। সঙ্গে ছিলেন মোহনবাগানের নবনিযুক্ত সহসভাপতি কুণাল ঘোষ। তবে তাঁবু উদ্বোধনের দিনক্ষণ এখনও চূড়ান্ত হয়নি।
আরও পড়ুন-এএফসি-র প্রস্তুতিতে নেমে পড়লেন কৃষ্ণ
ক্লাবের নতুন সচিব নির্বাচিত হওয়ার পর এদিনই প্রথম কুণালকে সঙ্গে নিয়ে নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন দেবাশিস। মুখ্যমন্ত্রীর হাতে ঐতিহাসিক এগারো-র স্মারক তুলে দেন মোহনবাগান সচিব। পরিয়ে দেওয়া হয় সবুজ-মেরুন উত্তরীয়।
রাজ্য সরকারের তরফে সবুজ-মেরুন ক্লাবকে আগে ৫০ লক্ষ টাকা অনুদান দেওয়া হয়েছিল। তার জন্য মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দেন মোহনবাগান সচিব। পাশাপাশি দেবাশিস ক্লাবের পরিকল্পনার কথাও জানান মুখ্যমন্ত্রীকে। ক্লাব তাঁবু সংস্কারের কাজ আরও কিছুটা বাকি। তা শেষ হলেই নতুন তাঁবুর আনুষ্ঠানিক উদ্বোধন হবে। মুখ্যমন্ত্রী যাতে তাঁবুর উদ্বোধন করেন, তার জন্য তাঁকে আমন্ত্রন জানিয়েছেন মোহনবাগান সচিব।
আরও পড়ুন-আমেদাবাদে ৭৫ শতাংশ দর্শক নিয়ে ফাইনালের ভাবনা, প্লে-অফের লড়াইয়ে কলকাতা-লখনউ
মুখ্যমন্ত্রী সময় দিলেই উদ্বোধনের দিন ঘোষণা করবে ক্লাব। অন্যদিকে, ইস্টবেঙ্গল ক্লাবও তাদের নতুন সংগ্রহশালার আনুষ্ঠানিক উদ্বোধনের জন্য মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে। সূত্রের খবর, ময়দানে একই দিনে দুই প্রধানের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী। সেদিন মোহনবাগান তাঁবু উদ্বোধনের পাশাপাশি ইস্টবেঙ্গল ক্লাবের সংগ্রহশালারও উদ্বোধন করবেন মমতা বন্দ্যোপাধ্যায়।