বিধানসভায় (Bidhansabha) পাশ হল বিধায়কদের বেতন বৃদ্ধি সংক্রান্ত বিল। আজ, বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উপস্থিতিতেই এই বিল পাশ হয়। তার পরেই মুখ্যমন্ত্রী এই বিষয়ে জানান, অনেক বিধায়ক আছেন যাঁরা আর্থিকভাবে সচ্ছল নন। তাঁদের এই বেতন প্রয়োজন। মুখ্যমন্ত্রী জানান, বাংলার বিধায়কদের বেতন অন্যান্য অনেক রাজ্যের বিধায়কদের বেতনের থেকে অনেক কম।
আরও পড়ুন-বিধানসভার অধিবেশনে অসন্তুষ্ট স্পিকার, কেন?
বিধায়কদের (MLA) বেতন বৃদ্ধির যে সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী নিয়েছিলেন তাঁর বিরোধিতা করে বিজেপি। এদিন অবশ্য গেরুয়া শিবিরের বিধায়করা কেউ অধিবেশনে উপস্থিত ছিলেন না। বিল পাশের পরে মুখ্যমন্ত্রী বলেন, “আমি বাড়িয়েছি বেশ করেছি। সুযোগ পেলে আবার বাড়াব।” এরপরেই কারণ ব্যাখ্যা করেন মমতা (Mamata Banerjee)। বলেন, “যাদের পকেটে অনেক টাকা ভর্তি তাঁরা চিৎকার করছেন। গোলমাল করছেন। অনেক বিধায়ক আছেন যাঁদের কোটি কোটি টাকার সম্পত্তি তাঁদের টাকা নেওয়ার দরকার নেই। অনেকে আছেন ক্ষেতে রোজগার করেন। এমন পঞ্চায়েত সদস্যও আছেন যাঁরা ১০০ দিনের কাজ করেন। তাঁদের কথা তো বললেন না। তাঁদের জন্য আপনাদের হৃদয় কাঁদে না।” প্রবল উষ্মা প্রকাশে করে মুখ্যমন্ত্রী বলেন, ”একটা গরিব লোক দুটো বিড়ি খেলে চোর বলে চিৎকার করেন।”
আরও পড়ুন-‘মোটা ভাই, ভোট নাই’ দেশজুড়ে ট্রেন্ডিংয়ের শীর্ষে, এক্সে কটাক্ষ দেবাংশুর
বিরোধী বিধায়কদের উদ্দেশ্য করে মমতা বলেন, ”দিনের পর দিন বিধায়কদের তহবিলে টাকা বাড়ানো হয়। তখন তো বলেন না? রাজ্যের ২১ লক্ষ মানুষের টাকা আটকে রাখা হয়। ২১ লক্ষ মানুষের টাকা আটকে রাখা হয়, তখন আপনাদের মন কাঁদে না! আর একটার বদলে দুটি বিড়ি খেলে চোর বলে!”