সংবাদদাতা, বাঁকুড়া : শিশুদিবস উপলক্ষে শিশুদের একদিনের পাহাড়ে চড়ার প্রশিক্ষণ এবং প্রকৃতিপাঠের আসর বসেছে বাঁকুড়া শুশুনিয়া পাহাড়ে। বাঁকুড়া এক্সপ্লোরেশন নেচার অ্যাকাডেমি এবারও ৯ থেকে ১৩ বছর বয়সি শিশুদের নিয়ে এসেছে শুশুনিয়া পাহাড়ে। ৩০ জন এসেছে বাঁকুড়ার জঙ্গলমহল থেকে। ভোরবেলায় ঝিলিমিলি রানিবাঁধ এলাকা থেকে শিশুদের নিয়ে এসে ভোর ছটা থেকে শুরু হয়েছিল পাহাড়ে চড়ার প্রশিক্ষণ এবং প্রকৃতিপাঠ।
আরও পড়ুন-অশান্তি করে বিজেপির রাজনীতি
ইতিমধ্যেই তারা দেখে ফেলেছে শুশুনিয়া পাহাড়ের ঐতিহাসিক শিলালিপি। প্রশিক্ষণ নিতে গিয়ে মজাও পাচ্ছে পাহাড়ের গা বেয়ে বা দড়ি ধরে ঝুলে পাহাড়ে ওঠার সময়। পাহাড় থেকে নেমে এসে পাহাড়ে চড়ার প্রয়োজনীয় জিনিসপত্রের ব্যবহার এবং প্রকৃতি পরিচিতির ক্লাস হওয়ার পর, সন্ধেয় ফিরিয়ে নিয়ে যাওয়া হয় যার যার বাড়িতে। অনুষ্ঠানের শুরুতে অ্যাকাডেমির পক্ষ থেকে সভাপতি দিব্যেন্দু ভকত, সহ-সভাপতি গৌতম মুখোপাধ্যায়, সম্পাদক মিলন পতি, উপদেষ্টা অপূর্ব ভকত ও সদস্য-সদস্যারা ছোটদের উৎসাহ দেন। তাঁরা সকলেই শিশুদের উদ্দেশে শুভেচ্ছাবার্তা দেন।