প্রতিবেদন : প্রার্থী হওয়ায় প্রশাসনিক নিয়ম মেনে কলকাতা পুরসভার প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান ফিরহাদ হাকিম সহ প্রশাসকমণ্ডলীর আরও এগারো জন সদস্য পদত্যাগ করলেন। শনিবার নগরোন্নয়ন দফতরে গিয়ে তাঁরা পদত্যাগপত্র জমা দেন। ফিরহাদ হাকিম ছাড়াও অতীন ঘোষ, দেবাশিস কুমার, তারক সিং, দেবব্রত মজুমদার, ইন্দ্রাণী সাহা, রাম পেয়ারে রাম-সহ বাকি সদস্যরা পদত্যাগপত্র জমা দিয়েছেন। তবে ৯৩ নম্বর ওয়ার্ডের কোঅর্ডিনেটর রতন দে এবার মনোনয়ন পাননি। পদত্যাগ করা ১২ জনই রাজ্য সরকারের মনোনীত প্রশাসক ছিলেন। তৃণমূল কংগ্রেস এবার পুরনিগম নির্বাচনে আবার তাঁদের প্রার্থী করেছে। সূত্রের খবর, কলকাতা পুরসভার বর্তমান কমিশনার বিনোদ কুমারই আপাতত প্রশাসনিক দায়িত্ব সামলাবেন।
আরও পড়ুন-Bappaditya Dasgupta: বাপ্পাদিত্য দাশগুপ্তর সমর্থনে দেওয়াল লিখনে পার্থ চট্টোপাধ্যায়
২০২০ সালের মে মাসে কলকাতা পুরসভার ভোট হওয়ার কথা ছিল। কিন্তু করোনার বেনজির তাণ্ডবের কারণে ভোট করা যায়নি। ফলে বিদায়ী মেয়র ফিরহাদ হাকিমকে প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান করে মোট ১৩ জনকে প্রশাসক হিসেবে নিয়োগ করে রাজ্যে পুর ও নগরোন্নয়ন দফতর। মূলত বিদায়ী পুরবোর্ডে যাঁরা ডেপুটি মেয়র ও মেয়র পারিষদের দায়িত্ব পালন করেছিলেন, তাঁদেরই প্রশাসক হিসেবে নিয়োগ করা হয়। যদিও বিধানসভা ভোটের সময়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে রাজ্যের সব পুরসভায় নিয়োগ করা রাজনৈতিক ব্যক্তিত্বদের সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিল। তবে পুর ও নগরোন্নয়ন দফতর সরানোর আগেই প্রশাসক পদে ইস্তফা দিয়েছিলেন ফিরহাদ হাকিম সহ অন্যরা। বিধানসভা ভোট মিটে যাওয়ার পরে ফের কলকাতা পুরসভায় প্রাক্তন প্রশাসকমণ্ডলীকেই পুনর্বহাল করে রাজ্য সরকার।