সকাল থেকেই চলছে ভোট গ্ৰহণ (WB Municipal Election 2022)। রাজ্য পুলিশের কড়া নিরাপত্তায় চলছে ভোটগ্রহণ। সকাল থেকে বুথ মুখী রয়েছেন ভোটাররা। শহরের স্পর্শকাতর বুথে রয়েছে সিসিটিভি ক্যামেরা। প্রতিটি বুথে পুলিশ সক্রিয়। ১৪৪ ধারা জারি রাখা হয়েছে প্রতিটি বুথে। আজ ভোটারদের ভোটে (WB Municipal Election 2022) নির্বাচিত হয়ে গুরুদায়িত্ব পাবেন পুরসভার কাউন্সিলররা। আগামী ৫ বছর শহরে উন্নয়ন কাজের নেতৃত্ব দিতে চলেছেন তারা। জলপাইগুড়ি (Jalpaiguri) শহরে ওয়ার্ড রয়েছে ২৫টি এবং বুথের সংখ্যা হল ১১১ প্রতি সকাল থেকেই সুন্দর ভাবে ভোট হচ্ছে। তার সাথে রয়েছে মালবাজার পুরসভা এবং নতুনভাবে ময়নাগুড়ি।
আরও পড়ুন-পুরভোট শুরু হতেই বিভিন্ন এলাকায় বিজেপি প্রার্থীর বিরুদ্ধে ইভিএম ভাঙার অভিযোগ
মালবাজার পুরসভায় (Malbajar Municipality) ওয়ার্ড রয়েছে ১৫ টি এবং ময়নাগুড়ি ওয়ার্ড সংখ্যা রয়েছে ১৭টি সব মিলিয়ে মোট ৫৭ ওয়ার্ড রয়েছে জেলায়। জলপাইগুড়ি জেলা ভোটার রয়েছে ১লাখ ৩৫ হাজার ৫১৩ জন। তাদের মধ্যে রয়েছে মহিলা ভোটার ৬৯ হাজার ৭৫৩ জন এবং পুরুষ ভোটার দাতা রয়েছে ৬৫ হাজার ৭৬০ জন। জলপাইগুড়ি জেলা তিন ব্লক নিয়ে বুথে সংখ্যা রয়েছে ১৭১ টি। পুলিশ রয়েছে ১০০০ জন। জলপাইগুড়ি জেলা বিশেষ পর্যবেক্ষণ রয়েছে জ্যোতিস্মান চট্টোপাধ্যায়। সাধারণ পর্যবেক্ষণ রঞ্জন কুমার ঝাঁ।