মেসি-দর্শনে আজ আকুল শহর

ম্যাচ খেলবেন না তো কী! মেসি-দর্শনেই স্বস্তি পেতে চান ভক্তরা। শুক্রবার বিকেলে শেষ মুহূর্তের প্রস্তুতিতে তুলির টান পড়ল যুবভারতীতে।

Must read

প্রতিবেদন : ফুটবলের বরপুত্র লিওনেল মেসি পা রাখলেন কলকাতায়। ফুটবলের মক্কা মেসিময়। শুক্রবার মাঝরাতে বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন কিংবদন্তিকে এক পলক দেখার আশায় ভিড় জমিয়েছিল ভক্তকুল! ১৪ বছর আগে যে যুবভারতী ক্রীড়াঙ্গনে জাতীয় দলের জার্সি গায়ে প্রথমবার আর্জেন্টিনাকে নেতৃত্ব দিয়েছিলেন, সেই মাঠে এবার মেসি পা রাখবেন বিশ্বকাপজয়ী অধিনায়ক হিসেবে। আজ, শনিবার ১২ ঘণ্টার ঝটিকা সফরে মেসিকে ঘিরে মাতবে তিলোত্তমা। তিনদিনে চার শহরে এলএম টেনের সম্মানে ‘গোট কনসার্ট’। শুরু হচ্ছে কলকাতা থেকে। এক মঞ্চে ফুটবলের ঈশ্বর, বাংলার মহারাজ এবং বলিউড বাদশার ত্র্যহস্পর্শ! সঙ্গে অবশ্যই ফুটবলপ্রেমী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উজ্জ্বল উপস্থিতি থাকছে। বিরল দৃশ্যের সাক্ষী থাকছে কলকাতা। হু হু করে বিক্রি হয়েছে চড়া দামের মহার্ঘ টিকিট। বাফার জোন খুলে দিয়ে যুবভারতীর আসনসংখ্যা বাড়িয়ে ৭৫ হাজার করে দিয়েছে আয়োজকরা। ম্যাচ খেলবেন না তো কী! মেসি-দর্শনেই স্বস্তি পেতে চান ভক্তরা। শুক্রবার বিকেলে শেষ মুহূর্তের প্রস্তুতিতে তুলির টান পড়ল যুবভারতীতে।

আরও পড়ুন-চোখ অলিম্পিকে, ফিরলেন বিনেশ

ফুটবলের জাদুকরের সঙ্গে থাকছেন প্রাইম টাইমের বার্সেলোনার উরুগুয়ান তারকা লুইস সুয়ারেজ এবং বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের তারকা রডরিগো ডি’পল। মেসি মঞ্চে হাজার ওয়াটের আলো ছড়িয়ে শাহরুখ খান, সৌরভ গঙ্গোপাধ্যায়, লিয়েন্ডার পেজদের উপস্থিতিও ‘ড্রিম মোমেন্ট’ তৈরি করবে। শনিবার সকাল ৯টা পর্যন্ত বাইপাসের ধারের হোটেলে বিশ্রাম নেবেন মেসি। সাড়ে ৯টায় স্পনসরদের সঙ্গে ‘মিট অ্যান্ড গ্রিট’ সেশন রয়েছে। সকাল ১১টা থেকে ১১.১০টার মধ্যে যুবভারতীতে পা রাখবেন মেসি। এরপর সেখানে যোগ দেবেন শাহরুখ, সৌরভ এবং বাকি অতিথিরা। সাড়ে এগারোটার পর স্টেডিয়ামে আসার কথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের। মোহনবাগান মেসি অল স্টার এবং ডায়মন্ড হারবার মেসি অল স্টারের মধ্যে প্রীতি ম্যাচ রয়েছে। শিল্টন পাল, লালকমল ভৌমিক, দীপেন্দু বিশ্বাসদের খেলতে দেখা যাবে। মোহনবাগান ১৯১১-র শিল্ড জয়ী অমর একাদশের আদলে বিশেষ জার্সি মেসিকে উপহার দেবে। ডায়মন্ড হারবারও দেবে বিশেষ জার্সি ও নানা স্মারক। প্রীতি ম্যাচ শেষে খুদে ফুটবলারদের সঙ্গে একটি ফুটবল ক্লিনিকে অংশ নেবেন মেসি। ‘মাস্টার ক্লাস’ ক্লিনিকে ছোটদের তিকিতাকা ড্রিল শেখাবেন আটবারের ব্যালন ডি’অর জয়ী মহাতারকা। সেখানে মেসির সঙ্গী হবেন সুয়ারেজ ও ডি’পল। এরপর মেসিকে রাজকীয় সংবর্ধনা। সম্মানিত করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মন্ত্রী সুজিত বসুর উদ্যোগে তৈরি লেকটাউনে মেসির ৭০ ফুটের মূর্তি উদ্বোধন রয়েছে। তবে নিরাপত্তার কারণে সেখানে যাবেন না। নিজের মূর্তি মেসি হোটেল থেকেই ভার্চুয়ালি উদ্বোধন করবেন। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে মূর্তি গড়ার কাজ শেষ করেছেন শিল্পী মন্টি পাল। যিনি মারাদোনার মূর্তিও তৈরি করেছিলেন। মন্টি বলছিলেন, আমার স্বপ্নপূরণ হল। মারাদোনার হাতে মূর্তি উদ্বোধন হয়েছিল। এবার মেসিও নিজের মূর্তি উদ্বোধন করবেন।

আরও পড়ুন-মেসি মধ্যরাতেই শহরে, আজ অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী

কলকাতায় থাকাকালীন মেসিকে বাঙালি খাবারে আপ্যায়ন করা হবে। পাতে থাকবে চিংড়ি, ইলিশ। ভাইরাল হওয়া ‘পকেট পরোটা’ বিক্রেতাকে স্টেডিয়ামে আনবেন গোট কনসার্টের উদ্যোক্তা শতদ্রু দত্ত। মেসির সঙ্গে সাক্ষাৎ হবে তাঁর।
গোট কনসার্ট শেষে হুডখোলা জিপে করে মাঠ প্রদক্ষিণ করার কথা ছিল মেসির। কিন্তু আয়োজকদের এলএম টেন জানিয়েছেন, তিনি হেঁটেই মাঠ ঘুরবেন। এরপর কলকাতাকে বিদায় জানিয়ে দুপুর দুটো পাঁচের বিমানে হায়দরাবাদ রওনা হবেন মেসি। সেখানে আজ সন্ধ্যায় গোট কনসার্টের দ্বিতীয় রাউন্ড। রবিবার মুম্বই এবং সোমবার দিল্লি সফর দিয়ে শেষ হচ্ছে গোট কনসার্ট।

Latest article