২ জেলায় একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস  মুখ্যমন্ত্রীর, দেখে নিন তালিকা

Must read

বৃহস্পতিবার ২টি জেলা পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়ায় একাধিক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। একনজরে উদ্বোধন ও শিলান্যাসের তালিকা-

পশ্চিম মেদিনীপুর
• পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর জেলা সংযোগকারী ২৮.৮০ কিমি দীর্ঘ পটাশপুর-বাঙ্গুচক রাস্তার প্রশস্তকরণ ও দৃঢ়করণ তৎসহ ৩টি পুরানো সেতুর পরিবর্তে ২ লেন বিশিষ্ট নতুন সেতু নির্মাণ পশ্চিম মেদিনীপুর জেলায় ১৪.৫০ কিমি দীর্ঘ কলমিজোড়-গোপীগঞ্জ রাস্তার প্রশস্তকরণ ও দৃঢ়করণ।
• মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ১০০ শয্যার ক্রিটিকাল কেয়ার ইউনিট।
• ৪৭ হাজার পড়ুয়াকে সবুজ সাথী সাইকেল।
• পশ্চিম মেদিনীপুরে আটটি ইন্ডাস্ট্রিয়াল পার্ক।
• পশ্চিম মেদিনীপুর জেলায় চন্দ্রকোণা-ঘাটাল রাজ্য সড়কের ০ কিমি থেকে ১৭.৮৫৫ কিমি পর্যন্ত দৃঢ়করণ পশ্চিম মেদিনীপুর জেলায় কাঁথি- বেলদা রাজ্য সড়কের ৩৫ কিমি থেকে ৫৬.১৬ কিমি পর্যন্ত প্রশস্তকরণ ও দৃঢ়করণ।
• পশ্চিম মেদিনীপুর জেলায় ক্ষীরপাই- রামজীবনপুর রাজ্য সড়কের ০ কিমি থেকে ১৮ কিমি পর্যন্ত এবং রামজীবনপুর বাইপাস রাস্তার ০ কিমি থেকে ২.৬০ কিমি পর্যন্ত প্রশস্তকরণ ও দৃঢ়করণ।
• পশ্চিম মেদিনীপুর জেলায় গড়বেতা-হুমগড় রাস্তার ৪ কিমি থেকে ১৩ কিমি পর্যন্ত দৃঢ়করণ।

আরও পড়ুন: পুরুলিয়ায় জল সমস্যা থেকে পর্যটনে উন্নয়নের আশ্বাস মুখ্যমন্ত্রীর

পুরুলিয়া
• পুরুলিয়া জেলায় মানবাজার বান্দোয়ান কুইলাপাল রাজ্য সড়কের ০ কিমি থেকে ২২ কিমি পর্যন্ত প্রশস্তকরণ ও দৃঢ়করণ।
• পুরুলিয়া জেলায় বরাকর পুরুলিয়া রাজ্য সড়কের ৩৩.৫০ কিমি থেকে ৭২.৯৬২ কিমি পর্যন্ত প্রশস্তকরণ ও দৃঢ়করণ
• পুরুলিয়া জেলায় চাকোলতোড় বরাবাজার রাস্তার ০ কিমি থেকে ৯ কিমি পর্যন্ত দৃঢ়করণ

Latest article