সংবাদদাতা, ঝাড়গ্রাম : প্রশাসনের উদ্যোগে আলোর দিশা দেখছে এক সময়ের মাওবাদীদের মুক্তাঞ্চল লালগড়ের ছেলে-মেয়েরা। তাদের প্রশিক্ষণ দিয়ে করা হয়েছে প্রতিষ্ঠিত। কয়েক বছর আগে থেকেই পুলিশের উদ্যোগে শুরু হয়েছে জঙ্গলমহল কাপ। জঙ্গলমহলের পিছিয়ে পড়া ছেলেমেয়েদের দেশের ক্রীড়াক্ষেত্রে এগিয়ে দেওয়ার জন্য। তার ফলও পেয়েছেন জঙ্গলমহলের ছেলেমেয়েরা। অনেকেই বিদেশে কোচিং নিয়ে ফিরেছেন। তাঁদের কেউ নামী ক্লাবে খেলছেন। কেউ আবার জাতীয় দলে সুযোগ পেয়েছেন।
আরও পড়ুন-শুভেন্দুকে স্বাধিকার ভঙ্গের নোটিশ
এবার শিক্ষাক্ষেত্রে এগিয়ে এল জেলা পুলিশ। লালগড়ের পুলিশের উদ্যোগে চলছে বিনামূল্যে কোচিং। লালগড় থানার উদ্যোগে শুরু হয়েছে লালগড়ের ঝিটকা আর পূর্ণাপানিতে। দু’জায়গায় মোট দুশো জনকে দেওয়া হচ্ছে বিনামূল্যে পড়ার কোচিং। প্রথম শ্রেণি থেকে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়াশোনা করা ছাত্রছাত্রীদের নিয়ে বিনামূল্যে শুরু হয়েছে এই কোচিং। কয়েকবছর আগে থেকেই রামগড় পুলিশ ফাঁড়ির উদ্যোগে রামগড় ফাঁড়ির পেছনে একটি বিনামূল্যের কোচিং কেন্দ্র খুলে পড়ানো হচ্ছে শতাধিক ছেলেমেয়েকে।
প্রথম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়াশোনা করা ছাত্রছাত্রী এই কোচিংয়ে পড়াশোনা করার পাশাপাশি নাচ-গানেও তালিম নেয় পুলিশের উদ্যোগে। পুলিশ বিভাগের বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ছাড়াও সামাজিক সচেতনতামূলক অনুষ্ঠানে অংশ নেয় নাচ-গানে তালিম পাওয়া ছাত্রছাত্রীরা বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়।