প্রতিবেদন : আকাশের মুখ ভার। দেখা নেই সূর্যের। সঙ্গে হালকা ঠান্ডা হাওয়া। হঠাৎ কেন এই পরিবর্তন আবহাওয়ার। শুক্রবার বেলা পর্যন্ত চলল মেঘ-রোদের লুকোচুরি খেলা। হাওয়া অফিস বলছে, বাংলাদেশ ও ওড়িশা উপকূলে তৈরি হয়েছে পশ্চিমি ঝঞ্ঝা, তার জেরেই রাজ্যে বিপুল পরিবর্তন হয়েছে। আবহাওয়া আগামী ২-৩ দিন রাতের তাপমাত্রা বেশ কিছুটা বৃদ্ধি পেতে পারে।
আরও পড়ুন-সারি ও সারনা ধর্মের স্বীকৃতিতে বিধানসভায় গৃহীত প্রস্তাব, আদিবাসীদের পাশে রাজ্য
আবহাওয়া বিভাগের তরফে জানানো হয়েছে, হাল্কা ও মাঝারি বৃষ্টিপাত হবে ১৮ থেকে ২১ ফেব্রুয়ারি। অর্থাৎ আজ থেকেই বৃষ্টির পূর্বাভাস জারি হয়েছে। পশ্চিম হিমালয় অঞ্চলে এই বৃষ্টি হবে। উত্তরের জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি কুয়াশা দেখতে পাওয়া যাবে ভোরের দিকে। পুরুলিয়াতেও আবহাওয়ার খানিকটা পরিবর্তন লক্ষ্য করা যাবে। বেশ কয়েকটি জেলাতে বৃষ্টিপাতের পূর্বাভাসও দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। তবে আবহাওয়ার এই রূপ পরিবর্তনের ফলে অনেকেই নানান শারীরিক সমস্যার মধ্যে ভুগছেন। ঠান্ডা-গরমের ফলে জ্বর, সর্দি- কাশি হচ্ছে অনেকেরই।