বরফ যখন লাল, সৌর বিকিরণে রংবদল আল্পসের শৈবালে

Must read

সৌপ্তিক বন্দ্যোপাধ্যায়: বরফের রং কী? উত্তর সহজ। শ্বেতশুভ্র। কিন্তু যদি বলা হয় ‘এর বাইরে জগৎ আছে……’! পাহাড়ের গা ভরতি শুধু লাল বরফ? অবিশ্বাস্য শোনাবে। যদিও কল্পনা নয়, এটা বাস্তব। ইউরোপের আল্পস পর্বতমালাতেই দেখা মিলবে এই লাল বরফের।

আরও পড়ুন-ভারতীয় হকিতে সূর্যোদয়, মেয়েরাও অলিম্পিক হকির সেমিফাইনালে

বিবিসির খবরে প্রকাশ, আল্পস পর্বতমালার প্রতিটি জায়গাতেই যে এমন লাল বরফ দেখা যায় তা কিন্তু নয়। লাল বরফের দেখা পেতে যেতে হবে ‘ফ্রেঞ্চ আল্পস’এ। আরও স্পষ্টভাবে বললে আল্পস পর্বতমালার ফ্রান্স অধ্যুষিত অংশে এমন অদ্ভুত সুন্দর বরফের দেখা মেলে, যার অন্তর্নিহিত রহস্য বহু বিজ্ঞানীকেই আকর্ষণ করেছে।

কেমন দেখতে এই লাল বরফ? কখনও স্পষ্ট লাল, কখনও হালকা গোলাপি রঙের। প্রায় ২৪০০ মিটার উপরে মিলবে এই বরফের অস্তিত্ব। কিন্তু এমন বিচিত্র রঙের কারণ কী? জানা গিয়েছে, এর মূলে রয়েছে এক ধরনের শৈবাল, যার রঙ লাল। বরফাবৃত এই লাল শৈবালই আল্পসের রংবদলের নেপথ্যে। সাধারণত, শৈবালের রঙ হয় ঘন সবুজ। কিন্তু আল্পস পর্বতমালার পরিবেশ এবং সুউচ্চ অংশে একটানা সৌর বিকিরণের ফলে এই শৈবাল রঙ পাল্টে ফেলে। সবুজ রঙ হয়ে যায় লাল। তার উপর বরফ পড়লে সূর্যের রশ্মিতে বরফাবৃত আল্পস দেখায় অপরূপ লাল।

আরও পড়ুন-ত্রিপুরায় তৃণমূলের ব্যানার-ফেস্টুন ছেঁড়ার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া কুণালের

প্রসঙ্গত, এই লাল বরফের খোঁজ পাওয়া গিয়েছিল আজ থেকে ২০০ বছর আগে। ১৮১৯ সালে আর্কটিকে এক বৈজ্ঞানিক অভিযানে এই রহস্যময় লাল বরফের খোঁজ মেলে। তবে শুধু শৈবাল নয়, বিজ্ঞানীদের ধারণা আরও কিছু অজানা তথ্য রয়েছে এর গভীরে। তাই নানা ধরনের গবেষণাও চলছে তা নিয়ে।

এই লাল বরফের সঙ্গে জলবায়ু পরিবর্তনের গভীর যোগসূত্র আছে বলে মনে করেন বিজ্ঞানীরা। ভূ-বিজ্ঞানীরা বলেছেন, বায়ুমণ্ডলে কার্বন-ডাই-অক্সাইডের প্রভাব বেড়ে যাওয়ায় দ্রুত বেড়ে যায় তাপমাত্রা, গলে যায় বরফ। আর যখনই বরফ গলে জল হয় সেখানে দেখা দেয় লাল শৈবাল। তাই বিজ্ঞানীরা মনে করছেন, এই শৈবালের পরিমাণ যত বাড়বে, ততই তা প্রকৃতির জন্য খারাপ ইঙ্গিতবাহী।

আরও পড়ুন-বাবুলকাণ্ডে বিজেপিতে বিশৃঙ্খলার ছবি বেআব্রু, প্রাক্তন মন্ত্রীর উপর চরম ক্ষুব্ধ শীর্ষ নেতৃত্ব

এই লাল বরফ এখন শুধু যে আল্পস পর্বতমালাতেই দেখা যাচ্ছে এমন নয়, এর দেখা মিলেছে অ্যান্টার্কটিকা, এমনকী হিমালয়েও। দেখতে যতই দৃষ্টিনন্দন হোক না কেন, আদতে লাল বরফের অস্তিত্ব জলবায়ু পরিবর্তনের এক বিপজ্জনক দিকই তুলে ধরছে। বিশ্ব উষ্ণায়নের কুফল আল্পসের এই লাল বরফ।

Latest article