জীবন্ত লোককে তালিকায় মেরে ফেলেছে কমিশন!

শহরের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কার্তিক দে, দিব্যি হেঁটে-চলে বেড়াচ্ছেন, কাজ করছেন, অথচ ভোটার লিস্টে তাঁর নামের পাশে লেখা ‘ডিলিটেড’।

Must read

সংবাদদাতা, বাঁকুড়া : এসআইআর আবহে নতুন বিতর্ক বাঁকুড়ায়। শহরের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা কার্তিক দে, দিব্যি হেঁটে-চলে বেড়াচ্ছেন, কাজ করছেন, অথচ ভোটার লিস্টে তাঁর নামের পাশে লেখা ‘ডিলিটেড’। অর্থাৎ তিনি মৃত। আর চোখের সামনে ওই তথ্য দেখে হতবাক স্বয়ং কার্তিক দে। আগামী বিধানসভা নির্বাচনে ভোটদান থেকে বঞ্চিত থাকার পাশাপাশি সরকারি সুযোগ-সুবিধা থেকেও বঞ্চিত হওয়ার আশঙ্কা করছেন তিনি। আর এই ঘটনায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে তৃণমূল। কার্তিক বলেন, দায়িত্বপ্রাপ্ত বিএলও আমার বাড়ির প্রত্যেকের এনুমারেশন ফর্ম পৌঁছে দিলেও আমার নেই। তাঁদের সঙ্গে কথা বলে জানতে পারি, ভোটার লিস্টে আমার নামের পাশে ‘ডিলিটেড’ লেখা আছে। এই ঘটনার পর তিনি যথেষ্ট আতঙ্কিত বলে জানান।

আরও পড়ুন-টোটো বা ই-রিকশা রেজিস্ট্রেশন বাধ্যতামূলক, জানালেন স্নেহাশিস

বাঁকুড়া পুরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাজীব দে-র দাবি, এসআইআর নিয়ে তাঁদের দলের আগাম আশঙ্কাই সত্যি হল। প্রকৃত ভোটারকে এভাবে বাদ দেওয়ার চক্রান্ত হচ্ছে। কার্তিক দে নামে ওই ব্যক্তি ২০২৪ সালেও ভোট দিয়েছেন। এই ঘটনার বিরুদ্ধে তাঁরা দলের পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও তিনি জানান।

Latest article