নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ লোকসভার তৃণমূল কংগ্রেসের দলনেতা তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek banerjee)। বৃহস্পতিবার দিল্লি যাওয়ার সময় কলকাতা বিমানবন্দর থেকে তাঁর স্পষ্ট কথা, কমিশন যে কাজ করছে তা এক্তিয়ার বহির্ভূত। অভিষেক মনে করিয়ে দেন, যে নির্বাচনের মাস তিনেক আগে কমিশন নিরপেক্ষভাবে নির্বাচন করার জন্য রাজ্য প্রশাসনগুলিকে নিজেদের হাতে নেয়। কিন্তু বাংলায় নির্বাচন হতে প্রায় একবছরের বেশি সময় বাকি আছে। এখনও নির্বাচিত সরকার রয়েছে তাহলে এত তাড়াহুড়ো কেন?
আরও পড়ুন- ”কূটনৈতিক ব্যর্থতা!” দিল্লি যাওয়ার আগে অভিষেকের নিশানায় প্রধানমন্ত্রী
তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেকের (Abhishek banerjee) মতে, ওরা সীমা ছাড়িয়ে যাচ্ছে। নির্বাচন কমিশনেরও এটা বোঝা উচিত যে, এটা একটি নিরপেক্ষ ও পক্ষপাতহীন সংস্থা এবং সংবিধানের আওতার মধ্যেই এদের কাজ করতে হবে। কমিশনের মূল উদ্দেশ্যই হল, সরকারকে কাজ করতে না দিয়ে বিজেপিকে বাড়তি সুযোগ করে দেওয়া। কেন নির্বাচন কমিশন এই কাজ করছে, বাংলার যারা প্রকৃত ভোটার তারা যাতে ভোট দিতে না পারে এবং বিজেপির সুবিধা হয়। তার জন্য কমিশনের এই অতিসক্রিয়তা চলছে। নির্লজ্জ ভূমিকায় নেমেছে। নির্বাচন কমিশনের এটা এক্তিয়ার নয়। তারা রাজ্য সরকারকে বড় জোর জানাতে পারে। একটা নির্বাচিত সরকার যাকে বাংলার ১২ কোটি মানুষ জিতিয়ে এনেছে। বাংলার সরকার বাংলার মানুষের কাছে দায়বদ্ধ তাদের সঙ্গে নিয়ে এর জবাব দেবে।