প্রতিবেদন: বিহার নির্বাচনের আগে ৬৫ লক্ষ ভোটারকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার যে চক্রান্ত করেছিল নির্বাচন কমিশন, সেই চেষ্টাকে ব্যর্থ করে দিল দেশের শীর্ষ আদালত। বিহার এসআইআর-এর বিরোধিতা করে দায়ের হওয়া মামলায় সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ, ভোটার তালিকায় নাম তুলতে আধার কার্ডকেও গ্রহণ করা হবে। বিহারের ভোটার তালিকা থেকে যত মানুষের নাম বাদ পড়েছে তাঁরা সবাই তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য আবেদন করতে পারবেন।
আরও পড়ুন-উদ্বেগ সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্তের, কিছু হাইকোর্টের বিচারপতির ভূমিকা ডেকে আনছে হতাশা
সেই আবেদনের পথও সহজ করে দিল দেশের শীর্ষ আদালত। জানানো হল, নির্বাচন কমিশন যে ১১টি নথিকে আবাসিক প্রমাণপত্র হিসাবে দাবি করেছে সেই ১১টি নথির পাশাপাশি আধার কার্ডকেও আবাসিক প্রমাণ হিসাবে গণ্য করা হবে। কমিশনের যাবতীয় ওজর আপত্তি সুপ্রিম কোর্টের সামনে ধোপে টিকল না শুক্রবার। এদিন মামলাকারীদের আইনজীবী কপিল সিবাল ও অভিষেক মনু সাংভি অভিযোগ করেন, আধার কার্ড দেওয়া হলেও বুথ লেভেল আধিকারিকরা তা গ্রহণ করছেন না। বিভিন্ন রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে অভিযোগ জানানোর প্রক্রিয়া করা হলেও কমিশনের আধিকারিকরা সেই সব অভিযোগ গ্রহণ করছে না।
আরও পড়ুন-এক পাড়ে দেবকী অন্য পাড়ে যশোদা
লক্ষণীয়, নিবিড় সংশোধনের নামে বিহারের ভোটার তালিকা থেকে প্রকৃত নাগরিকদের নাম বাদ দেওয়ার প্রতিবাদে প্রথম গর্জে উঠেছে তৃণমূলই। বিজেপি-কমিশনের কারচুপি ফাঁস করে দিয়ে চালিয়ে যাচ্ছে লাগাতার বিরোধিতা। এদিন কিন্তু কয়েকটি রাজনৈতিক দলের নিষ্ক্রিয়তায় রীতিমতো ক্ষোভ প্রকাশ করল শীর্ষ আদালত। বিচারপতিদের মতে, বিহারের বড় রাজনৈতিক দলগুলোর উচিত ছিল মানুষকে অভিযোগ জানাতে সহযোগিতা করা।