সুমন তালুকদার, খড়দহ : খড়দহের উপনির্বাচনে বিজেপি প্রার্থী ও তাঁর গুন্ডাবাহিনীর তাণ্ডব দেখল খড়দহের শান্তিপ্রিয় মানুষ। ভুয়ো ভোটার, বাংলাদেশি বহিরাগত জিগির তুলে শান্ত উপনির্বাচনের পরিবেশ দফায় দফায় উত্তপ্ত করেছে বিজেপি। শুধু তাই নয়, পদ্মশিবিরের প্রার্থী ও তাঁর কেন্দ্রীয় দেহরক্ষীরা প্রয়াত বিধায়ক কাজল সিনহার ছেলে আর্যদীপ সিনহা ও তাঁর কয়েকজন বন্ধুকে নির্মমভাবে মারধর করেছে বলেও অভিযোগ উঠেছে। এমনকী বিজেপি প্রার্থীর বিরুদ্ধে উঠেছে মহিলাকে শ্লীলতাহানির অভিযোগও। সব অভিযোগ নিয়েই তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন-খোশমেজাজে ছিপ হাতে উদয়ন গুহ
ভোটের দিন সন্ধেয় আর্যদীপ ও তাঁর বন্ধুদের উপর চড়াও হওয়ার ঘটনায় বিজেপি প্রার্থী ও তাঁর দুই দেহরক্ষীর বিরুদ্ধে, নির্বাচন কমিশনে, জেলাশাসককে, পুলিশকে ও দলীয়স্তরে অভিযোগ জানানো হয়েছে। শনিবার রাত্রেই আর্যদীপকে বেসরকারি হাসপাতাল থেকে খড়দহের নিজের বাড়িতে আনা হয়। অবস্থার উন্নতি হলেও তাঁকে আপাতত বিশ্রামে থাকার নির্দেশ দিয়েছেন চিকিৎসকেরা। অন্যদিকে, শ্লীলতাহানি অভিযোগ নিয়ে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিজেপি প্রার্থী ও তাঁর পরিবারের নামে বিভিন্ন থানায় একাধিক অভিযোগ আছে। তৃণমূল কংগ্রেস প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, ‘ভুয়ো ভোটার ও বাংলাদেশি বহিরাগত ধরাটা খুব সন্দেহের। আমাদের অনুমান, এটা পূর্ব পরিকল্পিত একটা ছক। এ ছাড়াও গন্ডগোল পাকিয়ে আর্যদীপ ও তাঁর বন্ধুদের মারধর করাটাও ওদের কর্মসূচিতেই ছিল। খড়দহের শান্তিপ্রিয় মানুষ এমনটা চান না।’