লিলুয়ার টিএল জয়সওয়াল (T L Jaiswal Hospital) হাসপাতালে শিশু-সহ সদ্যোজাতদের জটিল রোগের চিকিৎসা শুরু হচ্ছে। মঙ্গলবার এই হাসপাতালের রোগী কল্যাণ সমিতির বৈঠকে এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকের শেষে হাসপাতালের (T L Jaiswal Hospital) রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান কৈলাস মিশ্র জানান, ‘টিএল জয়সওয়াল হাসপাতালে শিশু-সহ সদ্যোজাতদের চিকিৎসার জন্য নিকু (নিওন্যাটাল ইনটেনসিভ কেয়ার ইউনিট) চালু হচ্ছে। ১০ শয্যার এই নিকু বিভাগ খোলার জন্য আমরা স্বাস্থ্য দফতরে চিঠি পাঠিয়েছি। আশা করছি পুজোর আগেই এখানে নিকু বিভাগ চালু হয়ে যাবে। সেক্ষেত্রে লিলুয়া, বেলুড়, বালি-সহ আশপাশের এলাকার শিশু-সহ সদ্যোজাতদের জটিল চিকিৎসার জন্য আর কলকাতায় বা হাওড়া জেলা হাসপাতালে ছুটতে হবে না। এখানেই সদ্যোজাত সহ সমস্ত শিশুদের আপৎকালীন যেকোনও চিকিৎসা করা সম্ভব হবে।’
আরও পড়ুন- কাল ৪ বিধানসভার উপনির্বাচনের ভোট
পাশাপাশি এই হাসপাতালের চিকিৎসা পরিষেবার সামগ্রিক মান আরও উন্নত হওয়ায় জাতীয় কায়াকল্প প্রোগাম এবং ন্যাশানাল কোয়ালিটি অ্যাসিওরেন্স স্যান্ডার্ডের নিরিখে কেন্দ্রের কাছ থেকে পুরস্কারও জিতেছে লিলুয়ার টিএল জয়সোয়াল হাসপাতাল কর্তৃপক্ষ। এদিনের বৈঠকে এই জন্য হাসপাতালের সুপার, চিকিৎসক-সহ সমস্ত কর্মীদের ধন্যবাদ জানান রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান। তিনি বলেন, ‘এই সাফল্য আমাদের ধরে রাখতে হবে। এই হাসপাতালে চিকিৎসা পরিষেবার মান আরও বাড়াতে আমরা শিশুদের জন্য নিকু বিভাগ চালু করছি। সেইসঙ্গে কিছুদিনের মধ্যে এখানে বিনামূল্যে ডায়ালিসিস পরিষেবাও চালু করা হচ্ছে।’ হাসপাতাল কর্তৃপক্ষের এই উদ্যোগে বেজায় খুশি লিলুয়া এলাকার বাসিন্দারাও।