পোপ ফ্রান্সিসের উত্তরসূরি নির্বাচন, ৭ মে থেকে কনক্লেভ শুরু হবে ভ্যাটিকানে

প্রয়াত পোপ ফ্রান্সিসের শেষকৃত্যের পর এবার নতুন পোপ নির্বাচনে প্রথামাফিক কনক্লেভ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা হল ভ্যাটিকানে।

Must read

প্রতিবেদন : প্রয়াত পোপ ফ্রান্সিসের শেষকৃত্যের পর এবার নতুন পোপ নির্বাচনে প্রথামাফিক কনক্লেভ শুরুর আনুষ্ঠানিক ঘোষণা হল ভ্যাটিকানে। রোমে ক্যাথলিক কার্ডিনালদের রুদ্ধদ্বার বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আগামী ৭ মে বুধবার থেকে কনক্লেভ আয়োজিত হবে। গোটা বিশ্ব থেকে প্রায় ১৩৫ জন কার্ডিনাল এতে অংশ নেবেন এবং নতুন পোপের পক্ষে তাঁদের মতামত জানাবেন। এই ভোটের ভিত্তিতেই ১.৪ বিলিয়ন সদস্যের চার্চের পরবর্তী নেতা কে হবেন তা নির্ধারণ করা হবে।

আরও পড়ুন-জয় জগন্নাথ! জয় বাংলা!

এদিকে ১৬ শতকের সিস্টিন চ্যাপেল সোমবার পর্যটকদের জন্য বন্ধ করে দেওয়া হয়। এখানেই কনক্লেভ সংক্রান্ত বৈঠক হয়েছে। ভ্যাটিকানের মুখপাত্র মাত্তেও ব্রুনি জানিয়েছেন, কার্ডিনালরা সেন্ট পিটার্স ব্যাসিলিকার একটি প্রার্থনায় অংশ নেবেন, এরপর যাঁরা ভোটার বলে গণ্য হবেন তাঁদের সিস্টিন চ্যাপেলে গোপন ব্যালট প্রক্রিয়ায় শামিল হতে হবে। সোমবার বৈঠকে কার্ডিনাল সংক্রান্ত একাধিক বিষয়ের আলোচনা হয়। প্রয়াত পোপ ফ্রান্সিস তাঁর কর্মজীবনে মায়ানমার, হাইতি এবং রুয়ান্ডার মতো পিছিয়ে থাকা অঞ্চলের প্রতিনিধিদের থেকে কার্ডিনাল নিয়োগের বিষয়টিকে অগ্রাধিকার দিয়েছিলেন। সুইডিশ কার্ডিনাল অ্যান্ডার্স আরবোরেলিয়াস বলেছেন, প্রয়োজনে এই কনক্লেভ আরও বেশি সময় নিতে পারে। তাতে তাঁদের পরস্পরকে বুঝতে সুবিধা হবে। কারণ পোপ ফ্রান্সিসের সময়ে নিযুক্ত অনেক কার্ডিনাল এর আগে কখনও একে অপরের সঙ্গে দেখা করার সুযোগ পাননি। সেক্ষেত্রে সময় নিয়েই ফ্রান্সিসের উত্তরসূরি নির্বাচন করা উচিত বলে মতপ্রকাশ করেন অ্যান্ডার্স। প্রাথমিকভাবে মে মাসের ৬ তারিখ থেকে কনক্লেভ শুরুর চিন্তাভাবনা থাকলেও ভোটের আগে কার্ডিনালরা কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য একদিন অতিরিক্ত সময় হাতে রেখেছেন বলে মনে করা হচ্ছে।

Latest article