আন্তর্জাতিক

কোভিডের দ্বন্দ্ব ফিরে এল, মসনদে বসেই ‘হু’র সঙ্গে সম্পর্ক ছেদ ট্রাম্পের, তোপের মুখে চিনও

প্রতিবেদন : প্রেসিডেন্ট হিসাবে তাঁর আগের পর্বের শেষদিকে বিশ্বে থাবা বসিয়েছিল কোভিড অতিমারি। সেই সময় নিয়মিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিরুদ্ধে তাঁর আক্রমণাত্মক মন্তব্যের সাক্ষী থেকেছে বিশ্ববাসী। কোভিড ইস্যুতে চিনের ভূমিকাকে ছাড় দেওয়ার জন্য তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হু-র বিরুদ্ধে তোপ দেগে সমস্ত আর্থিক সহায়তা বন্ধের ঘোষণা করেছিলেন। মাঝে ডেমোক্র্যাটদের শাসনপর্ব ও বাইডেন জমানায় সেই তিক্ততা প্রশমিত হয়েছিল। কিন্তু দ্বিতীয়বারের জন্য মসনদে বসেই ফের বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতি তাঁর পুরনো মনোভাব বুঝিয়ে দিলেন ট্রাম্প। সোমবার শপথগ্রহণের কয়েক ঘণ্টার মধ্যেই নজিরবিহীনভাবে হু-র সঙ্গে সম্পর্ক ছেদের ঘোষণা করে নির্দেশিকা জারি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আরও পড়ুন-শিয়ালদহ-এসপ্ল্যানেড রুটে সফল মেট্রো ট্রায়াল

মার্কিন সংবাদপত্র দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে, করোনা পরিস্থিতি সামলাতে ব্যর্থতার কথা তুলেই হু-র বিরুদ্ধে নতুন করে তোপ দেগেছেন ট্রাম্প। সেইসঙ্গে উল্লেখ করেছেন, চিনের প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষপাতদুষ্ট মনোভাব এবং মার্কিন প্রশাসন থেকে ঢালাও অর্থসাহায্য নিয়েও কার্যক্ষেত্রে নিষ্ক্রিয় থাকার অভিযোগ। যদিও নতুন রিপাবলিকান প্রেসিডেন্টের রোষের মুখে পড়েও হু-র পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে আমেরিকা তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে।

আরও পড়ুন-বারাকপুরে শপিংমল ও রেস্তোরাঁয় আগুন

গোটা বিশ্বে করোনা পরিস্থিতিতে সতর্কতা জারি করা থেকে গাইডলাইন তৈরিতে কার্যত পথপ্রদর্শকের ভূমিকা নিয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সেই হু-র বিরুদ্ধেই শপথের পরে ট্রাম্পের তোপ নতুন করে আমেরিকা ও চিনের সম্পর্ককেও চর্চায় নিয়ে এল। আমেরিকার বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, চিনের ইউহান থেকে শুরু হওয়া করোনাকে প্রতিহত করতে ব্যর্থ হয়েছিল হু। এছাড়া অন্যান্য সময়ে স্বাস্থ্যক্ষেত্রের জরুরি পরিস্থিতি সামলাতে অদক্ষতার পরিচয় দিয়েছে এই সংস্থা। পাশাপাশি চিনের থেকে তুলনামূলক কম আর্থিক অনুদান নেওয়াও ট্রাম্পের ক্ষোভের কারণ। ঘটনাচক্রে বাইডেন জমানায় হু-কে সবচেয়ে বেশি অর্থ দিয়েছিল আমেরিকাই। বর্তমান ট্রাম্প জমানায় সেই চিত্র যে বদলাবে তা নিশ্চিত।
যদিও নয়া মার্কিন প্রেসিডেন্টের এই অবস্থানের পরেও বিশ্ব স্বাস্থ্য সংস্থার পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করে সংস্থার সূচনার সময় থেকে মার্কিন যুক্তরাষ্ট্রের সংযোগের উদাহরণ তুলে ধরা হয়। সেই সঙ্গে হু-র সাফল্যের দিকগুলিও তুলে ধরা হয়। আশাপ্রকাশ করা হয় হু-এর সঙ্গে অংশীদারিত্ব বজায় রাখতে মার্কিন প্রশাসন তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে।

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

3 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

3 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

3 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

3 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

4 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

4 hours ago