হল না জোট, কংগ্রেস দুষছে বামকে

Must read

সংবাদদাতা, কোচবিহার : এক হয়েও এক হতে পারছে না তারা। এই কারণে একের পর এক জোট ভেস্তে যাচ্ছে তাদের। মালদহের পর কোচবিহারে। ভেস্তে গেল বাম-কংগ্রেসের জোট। জেলার ৬টি পুরসভার ৮০টি ওয়ার্ডের মধ্যে প্রথম পর্যায়ের ৪০ জনের প্রার্থীতালিকা প্রকাশ করল জেলা বামফ্রন্ট। বৃহস্পতিবার সিপিআই (এম) জেলা সদর দফতরে সাংবাদিক বৈঠকে প্রথম দফার প্রার্থীতালিকা ঘোষণা করেন কোচবিহার (Coachbihar) জেলা বামফ্রন্টের আহ্বায়ক অনন্ত রায়। এই প্রার্থীতালিকায় জাতীয় কংগ্রেসকে বাদ রাখা হয়েছে।

আরও পড়ুন – বন্ধুত্বের বার্তা দিয়ে ‘পাড়ায় পাড়ায় পুলিশ’ 

কোচবিহার (Coachbihar) , দিনহাটা, মাথাভাঙা, তুফানগঞ্জ, মেখলিগঞ্জ এবং হলদিবাড়ি পুরসভায় মোট ৮০টি ওয়ার্ড রয়েছে। তার মধ্যে প্রথম দফায় ৪০টির প্রার্থীর নাম ঘোষণা করা হয়। কংগ্রেস দলের প্রার্থীদের ছাড়াই বৃহস্পতিবার প্রার্থীতালিকা ঘোষণা করে জেলা বামফন্টের নেতৃত্ব।

এ বিষয়ে জাতীয় কংগ্রেসের জেলা কার্যকারী সভাপতি রবীন রায় জানান, ‘‘পুরসভা নির্বাচনে আমরা আন্তরিকভাবে চেয়েছিলাম আসন সমঝোতা করে বামফ্রন্টের সঙ্গে জোট করে লড়াই করব। কিন্তু দীর্ঘ আলোচনা, বৈঠক করার পরেও আমরা দেখলাম যে আসনগুলো চূড়ান্ত করা হয়েছিল সেই আসন বাদ দিয়ে অন্য আসন দেওয়ার চেষ্টা করা হয়। আন্তরিক উদারতা দেখিয়ে আমরা মাত্র ৪টি আসনে লড়াই করতে রাজি হয়েছিলাম। এই জোট ভাঙায় দায় সিপিআই (এম)-কে নিতে হবে।” এদিকে, অনন্ত রায় বলেন, ‘‘আমরা কংগ্রেসের গতিবিধি লক্ষ্য রাখছি। আমাদের প্রার্থী রয়েছে যেখানে সেই ওয়ার্ডগুলিতে তারা যদি প্রার্থী দেয়, তাহলে আমরা বসে সিদ্ধান্ত নেব।”

Latest article