চক্রান্ত ফাঁস হবেই, মে মাসেই মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

মুর্শিদাবাদে অশান্তির নেপথ্যে রয়েছে গভীর ষড়যন্ত্র। বহিরাগতদের এনে স্থানীয়দের একাংশকে উসকিয়ে বাধানো হয়েছে অশান্তি

Must read

প্রতিবেদন : মুর্শিদাবাদে অশান্তির নেপথ্যে রয়েছে গভীর ষড়যন্ত্র। বহিরাগতদের এনে স্থানীয়দের একাংশকে উসকিয়ে বাধানো হয়েছে অশান্তি। এর পিছনে যে চক্রান্ত রয়েছে, তা আমরা ফাঁস করব শীঘ্রই। মঙ্গলবার মেদিনীপুরের কলেজ মাঠের সভা থেকে হুঙ্কার ছাড়লেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, দুটি জায়গায় ঝামেলা হয়েছে। এর পিছনে গভীর চক্রান্ত রয়েছে। তা আমরা ফাঁস করব। এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, তিনি আগামী মাসেই অশান্তিপ্রবণ এলাকায় যাবেন। অশান্তিতে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা বলবেন। তাদের জন্য যথোপযুক্ত ব্যবস্থা করবেন।

আরও পড়ুন-প্রয়োজনে আমার গাড়ি নিয়ে যান, মানবিক মুখ্যমন্ত্রী

মুর্শিদাবাদের হিংসা প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাফ কথা, আমরা কেউ দাঙ্গা চাই না, বহিরাগতরা স্থানীয় কিছু লোককে উসকিয়ে হিংসা ছড়িয়েছে। কীভাবে করেছে সেই চক্রান্ত ফাঁস আমরা করবই। যাঁরা মারা গেছেন তাঁদের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ইতিমধ্যেই ঘোষণা করা হয়েছে। যাঁদের বাড়ি ভেঙেছে, তাঁরা বাংলার বাড়ি পাবেন। তারপর আমি মে মাসের প্রথম সপ্তাহে এলাকায় গিয়ে বাকিটা দেখে নেব। উল্লেখ্য, মুর্শিদাবাদের অশান্তিতে জাফরাবাদে খুন হয়েছেন বাবা-ছেলে। তাঁদের ১০ লক্ষ টাকা করে আর্থিক ক্ষতিপূরণ ঘোষণা করেছে রাজ্য সরকার। তাঁদের বাড়িতে গিয়েছিলেন তৃণমূলের সাংসদ-বিধায়করা। দুই সাংসদ মৃতের সন্তানদের পড়াশোনার দায়িত্ব নিতে চেয়েছেন। প্রয়োজন হলে সরকার সেই দায়িত্ব নিতে পারে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রীও।

Latest article