নির্বাচন কমিশনের অনুমতি নিয়ে তিস্তায় বাঁধ নির্মাণের কাজ শুরু

জলকষ্টের সমাধানে সরেজমিনে কাজ খতিয়ে দেখলেন মেয়র গৌতম দেব। কিছুদিন আগে সিকিমে ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তানদীতে হড়পা বান আসে

Must read

সংবাদদাতা, শিলিগুড়ি : জলকষ্টের সমাধানে সরেজমিনে কাজ খতিয়ে দেখলেন মেয়র গৌতম দেব। কিছুদিন আগে সিকিমে ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তানদীতে হড়পা বান আসে। বানে ক্ষতি হয়েছে বাঁধের। তারই মেরামতির কাজ শুরু হয়েছে। বাঁধের ক্ষতি হওয়ায় গাজলডোবার তিস্তানদীর সমস্ত লকগেট বন্ধ করে দেওয়া হয়েছে। তাতে মহানন্দা লিঙ্ক ক্যানেল জল যেতে পারছে না। সামনেই বর্ষা। তার আগে বাঁধ নির্মাণ না করলে নদীর জল বেরিয়ে বিভিন্ন গ্রামে ঢুকে যাবে। তাই নির্বাচনীবিধির মধ্যেও বিশেষ অনুমতি নিয়ে রাজ্য পূর্ত দফতর বাঁধনির্মাণের কাজ করছে। সেই কাজই শনিবার খতিয়ে দেখলেন মেয়র।

আরও পড়ুন-শাহরুখই সেরা মালিক, বিতর্কের আবহে গম্ভীর

সঙ্গে ছিলেন ডেপুটি মেয়র রঞ্জন সরকার, মেয়র পারিষদ দুলাল দত্ত, বরো চেয়ারম্যান মিলি সিংহ, জয়ন্ত সাহা প্রমুখ। জোর তৎপরতায় কাজ চলছে। দেখার পর গৌতম বলেন, তিস্তাতে হাইডেল প্রজেক্টের জন্য অনেকগুলি ডাম্প তৈরি হয়েছে। সেটা ভাল হয়েছে নাকি খারাপ, সেটা বিশেষজ্ঞরা বলবেন। তবে ভোরের আলোর দিকটা নিচু তাই বাঁধভাঙার কারণে নদীর জল সেদিকে যেতে পারে। নদীর গতিপথ পরিবর্তন করে দ্রুততার সঙ্গে বাঁধনির্মাণের কাজ চলছে। যাতে বর্ষার সময় সমস্যা না হয়। আমাদের একটা ধারণা ছিল, আজ তা ঘুরে দেখলাম। এদিন শিলিগুড়ি শহরের জলসঙ্কট সমস্যার দ্রুত নিরসনে গজলডোবার তিস্তার বাঁধ সংস্কারে কাজ পরিদর্শনের পাশাপাশি ফুলবাড়িতে পানীয় জলের বিকল্প ব্যবস্থা তৈরির কাজ ও ফুলবাড়ি ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টে বর্তমান জলস্তর পরিদর্শন করেন।

Latest article