ওয়েবকুপা : কাজ শুরু করে দিল কোর কমিটি

ওয়েবকুপা সভাপতি ব্রাত্য বসু ইতিমধ্যেই বেশ কিছু নির্বাচিত নামের তালিকা কোর কমিটির সদস্যদের কাছে পাঠিয়েছেন।

Must read

প্রতিবেদন : কমিটি গঠন হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই কাজ শুরু করে দিল ওয়েবকুপা। কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের সমস্যার স্থায়ী সমাধান করতে এবার তৎপর ওয়েবকুপা। ইতিমধ্যেই সংগঠনের সভাপতি তথা রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কমিটির নতুন সদস্যদের নাম ঘোষণা করেছেন। এই সদস্যরাই এবার জেলা স্তরের কমিটির সদস্যদের নাম বাছাই করে সভাপতির কাছে পাঠাবে। সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষকদের সংগঠন ওয়েবকুপার সদস্যদের সঙ্গে বৈঠক করেছেন ব্রাত্য বসু। ১১ জন ওয়েবকুপা অ্যাড হক কমিটিতে রয়েছেন— সেলিম বক্স মন্ডল, সুমন বন্দ্যোপাধ্যায়, মনোজিৎ মণ্ডল, শামিম আহমেদ, মহীতোষ গায়েন, সিদ্ধার্থ সাহা, প্রদীপ্ত মুখোপাধ্যায়, অসীম মণ্ডল, প্রিয়াঙ্কা গুহ রায়, নম্রতা কোঠারি ও সায়ন মুখার্জি। এবার শুরু হবে জেলা কমিটি গঠনের কাজ।

আরও পড়ুন-ঋণ পরিশোধে দেশ-সেরা বাংলা

কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষকদের সমস্যা সমাধানে সময় নষ্ট করতে আগ্রহী নয় ওয়েবকুপা। জেলা কমিটি গঠনের জন্য পরবর্তী পদক্ষেপ বিষয়ে স্থির করে নেন সংগঠনের সদস্যরা। জেলার কলেজগুলি থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা যে সমস্যার সম্মুখীন হচ্ছেন তা দূর করতে জেলা স্তরের কমিটি গঠনের প্রক্রিয়া আগামী সাতদিনের মধ্যে শুরু করছে অ্যাড-হক কোর কমিটি।
ওয়েবকুপা সভাপতি ব্রাত্য বসু ইতিমধ্যেই বেশ কিছু নির্বাচিত নামের তালিকা কোর কমিটির সদস্যদের কাছে পাঠিয়েছেন। সেই তালিকা থেকে আগামী সাত থেকে দশ দিনের মধ্যে নাম বাছাই করে কোর কমিটির সদস্যরা ফের পাঠাবেন সভাপতির কাছে। তিনি সেই তালিকায় সবুজ সঙ্কেত দিলে জেলা কমিটি তৈরি করার কাজ শুরু করবে কোর কমিটি।

Latest article