প্রতিবেদন : দূষণমুক্ত বিদ্যুৎচালিত যান চলাচলের জন্য এবারে আরও সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে কলকাতা পুরসভা। মহানগরীতে আরও ৪০টি ইলেক্ট্রিক ভেহিকল চার্জিং স্টেশন তৈরি করছে কলকাতা পুরসভা।মুম্বইয়ের টাটা ইলেক্ট্রিক সংস্থার সঙ্গে যৌথ উদ্যোগে এই চার্জিং স্টেশন গড়ে তোলা হবে। জমি দেবে পুরসভা, চার্জিং স্টেশন গড়বে মুম্বাইভিত্তিক ওই সংস্থা। মেয়র পারিষদ দেবাশিস কুমার জানিয়েছেন এখবর। মেয়র পারিষদের বৈঠকে এই যৌথ প্রকল্পের সিদ্ধান্ত নেওয়া হয়েছে সম্প্রতি।
আরও পড়ুন-মাঝেরহাট মেট্রো স্টেশনে চলছে শেষ পর্যায়ের কাজ, পুজোর আগেই কি সফর?
চলতি বছরের মধ্যেই নতুন ৪০টি ইভি চার্জিং স্টেশন চালু করা সম্ভব হবে বলে আশা করছে কর্তৃপক্ষ। লক্ষ্যণীয়, শহরে ১২টি নতুন চার্জিং স্টেশন তৈরির জন্য কলকাতা ভিত্তিক সংস্থা স্ন্যাপ ই-র সঙ্গে ইতিমধ্যেই যৌথ উদ্যোগে কাজ শুরু করেছে পুরসভা। রবীন্দ্র সরণি, চিত্তরঞ্জন অ্যাভিনিউ, এজেসি বোস রোড, রফি আহমেদ কিদোয়াই রোড, সিআইটি রোড, কিড স্ট্রিট এবং পাহাড়পুর রোডে স্ন্যাপ ই-র জন্য জমি চিহ্নিত করেছে পুরসভা। প্রস্তাবিত নতুন ৪০টি চার্জিং স্টেশনের জন্যও শহরের ব্যস্ত এলাকাগুলিতে জমি চিহ্নিত করার কাজ শুরু হবে খুব শীঘ্রই। জানা গিয়েছে বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনের সঙ্গেও একইরকম কাজ করছে টাটা ইলেক্ট্রিক। সবমিলিয়ে ৪৫০টি শহরে ৩০০০ পাবলিক এবং সেমিপাবলিক চার্জিং পয়েন্ট তৈরির অভিজ্ঞতা রয়েছে তাদের।