প্রতিবেদন : পরিত্যক্ত জমি কিংবা ফাঁকা বাড়ি থেকে জঞ্জাল সাফাইয়ে বেশিরভাগ ক্ষেত্রেই গাঁটের কড়ি খরচ করতে হয় কলকাতা পুরসভাকে। এক লরি বর্জ্য তুলে ধাপায় নিয়ে যেতে অতিরিক্ত ২২০০ টাকা খরচ পড়ে। মূলত খরচের কথা ভেবেই এতদিন প্রথমে ফাঁকা বাড়ি কিংবা পরিত্যক্ত জমির মালিককে নোটিশ দেওয়া হত।
আরও পড়ুন-নেতৃত্বে কৈলাশ, স্বামীজির জন্মদিনে যুব-শোভাযাত্রা
হপ্তাদুয়েকের মধ্যে সাড়া না মিললে পুরসভাকেই সেই জঞ্জাল সাফ করতে হত। কিন্তু আর খরচের কথা ভেবে অপেক্ষা করবে না পুরসভা। বরং এই জঞ্জাল সাফের অতিরিক্ত খরচ নেওয়া হবে বাড়ি কিংবা জমির বকেয়া রাজস্ব করের সঙ্গেই। এর ফলে নির্দিষ্ট সময়ে জঞ্জাল সাফের সঙ্গে পুরসভার আয়ও বাড়বে বলে মনে করা হচ্ছে। আবার কেউ যদি রাজস্ব করের সঙ্গে জঞ্জাল সাফাইয়ের অতিরিক্ত খরচ না দিতে চান, তাঁরা বাড়ি ও ফাঁকা জমি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবেন। পুরসভার জঞ্জাল সাফাই বিভাগ সূত্রে খবর, পরিত্যক্ত জমি কিংবা ফাঁকা বাড়িতে দীর্ঘদিন বর্জ্য জমলে, সেখান থেকে রোগ ছড়ানো ও পরিবেশ দূষণের সম্ভাবনা থাকে। তাই এবার নির্দিষ্ট সময় অন্তর পুরসভা নিজেই সেই বর্জ্য তুলে ধাপায় নিয়ে যাবে। আর তাতে যা খরচ হবে, সেই হিসেব জুড়ে দেওয়া হবে রাজস্ব করের সঙ্গে।