প্রতিবেদন : শিল্পের প্রসারে বাংলার সঙ্গী এবার প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডও (Bengal-Jharkhand)! বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন ২০২৫-এ শিল্পের উন্নয়নে শরিক হল দুই পড়শি রাজ্য। বাণিজ্য সম্মেলনের আগে থেকেই বাংলার পশ্চিমি জেলাগুলির প্রাকৃতিক সম্পদের বিষয়ে ঝাড়খণ্ডকে শরিক বানানোর পরিকল্পনা নিয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই উদ্দেশ্যে এদিন বিজিবিএস-এ উপস্থিত ছিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। বাংলার মুখ্যমন্ত্রীর এই উদ্যোগে নিয়ে হেমন্তের কথা, ঝাড়খণ্ডের প্রায় অর্ধেক সীমানা বাংলার সঙ্গে। ঝাড়খণ্ড ও বাংলা (Bengal-Jharkhand) অনেকক্ষেত্রেই সহযোগিতার সঙ্গে এগিয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার জন্য প্রচুর বিদেশি বিনিয়োগ এনেছেন।
এদিন হেমন্ত সোরেন বলেন, শিল্পক্ষেত্রে ঝাড়খণ্ড যে কতটা সমৃদ্ধ, তা বলার অপেক্ষা রাখে না। খনিজ সম্পদ ও টেক্সটাইল শিল্পে ঝাড়খণ্ড অনেকটাই এগিয়ে রয়েছে। এখানে ৪০ শতাংশের বেশি খনিজ সম্পদ। দেশের অর্থনীতিতে ঝাড়খণ্ডের বিরাট ভূমিকা। বস্ত্রশিল্পে আরও উন্নতি করতে পারি। পর্যটন শিল্পেও আমাদের রাজ্যে প্রচুর সুযোগ রয়েছে। তাই ঝাড়খণ্ড ও বাংলা মিলেমিশে কাজ করতে পারলে দেশের অর্থনীতিতে দৃষ্টান্তমূলক যোগদানের নিদর্শন রাখতে পারি।
আরও পড়ুন- কথা রাখলেন মুখ্যমন্ত্রী, বানারহাট হাসপাতাল উন্নয়নে ৩০ কোটি বরাদ্দ