দেশের সেরা হকি স্টেডিয়াম এখন রাজ্যে

Must read

প্রতিবেদন : বৃহস্পতিবার আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চ থেকে বিবেকানন্দ হকি স্টেডিয়ামের (hockey stadium) উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার সেই স্টেডিয়াম পরিদর্শন করলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। হকি স্টেডিয়াম পরিদর্শন শেষে তিনি জানালেন, এখানে আন্তর্জাতিক ম্যাচ হবে আগামী দিনে। এই হকি মাঠ তৈরি হয়েছে আন্তর্জাতিক মানের সিন্থেটিক টার্ফ দিয়ে। এই স্টেডিয়ামে আছে, অস্ট্রেলিয়ার অনুরূপ আধুনিক আর্দেন গ্যালারি। ডেডিকেটেড ওয়ার্ম-আপ জোন। দুটি সম্পূর্ণ সজ্জিত ড্রেসিং রুম, একটি ভিভিআইপি বক্স ও দুটি ভিআইপি বক্স, ভিআইপি লাউঞ্জ, আম্পায়ার এবং ভিডিও আম্পায়ারদের রুম। ডোপিং নিয়ন্ত্রণ এবং মেডিক্যাল রুম, মিক্সড জোন। রয়েছে সম্প্রচার এবং ভিডিও বিশ্লেষণের জন্য ডেডিকেটেড রুম। ভেন্যু অপারেশন সেন্টার এবং প্রেস কর্নার। মোট ২০,০০০ কোটি টাকা ব্যয়ে এই স্টেডিয়াম তৈরি হয়েছে। নতুন মাঠে এসে হকি স্টিক নিয়ে নেমে পড়লেন ক্রীড়ামন্ত্রী।

আরও পড়ুন-৮ সপ্তাহের মধ্যে পথকুকুরদের সরানোর সুপ্রিম-নির্দেশ, নজর সড়ক-হাইওয়ের গবাদি পশুর দিকেও

ক্রীড়ামন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রীর উদ্যোগে আমাদের রাজ্যে দুটি হকি মাঠ (hockey stadium) তৈরি হয়েছে একটি ডুমুরজলায়, অন্যটি এই যুবভারতীয় স্টেডিয়ামে। আগামী দিনে একটা হকি অ্যাকাডেমি তৈরির পরিকল্পনা আছে আমাদের। দেশের মধ্যে অন্যতম সেরা স্টেডিয়াম এটা। আমি আশা করছি এখানে আগামী দিনে ভারতের ম্যাচ হবে, রাজনৈতিক কারণে এখন বাংলায় ম্যাচ দেওয়া হয় না। বাংলার প্রতি বঞ্চনা যত হবে ততই বাঙালি উঠে আসবে। শনিবার এই মাঠেই শুরু হচ্ছে বেটন কাপ।

Latest article