চিতা-মানুষ সংঘাত ঠেকাতে বসছে বিশেষ জালের বেড়া

Must read

জলপাইগুড়ি, ৬ ডিসেম্বর : চিতা-মানুষ (cheetah) সংঘাত ঠেকাতে এবার অভিনব উদ্যোগ নিল বন দফতর। সুন্দরবনের আদলে ডুয়ার্সের চা-বাগান সংলগ্ন গ্রামাঞ্চলকে বিশেষ জাল দিয়ে ঘিরে ফেলা হচ্ছে। কিছুদিন আগে ডুয়ার্সের বানারহাট ব্লকের কলাবাড়ি চা-বাগান শ্রমিক বস্তি থেকে এক শিশুকে তুলে নিয়ে যায় চিতা। চিতাবাঘের হামলায় জখম হন একাধিক শ্রমিক। এরপর বন দফতরের পাতা ফাঁদে ধরা পড়ে পাঁচটি চিতাবাঘ। তারপরও আতঙ্ক কাটেনি। শ্রমিকদের অভিযোগ, সন্ধ্যা নামতেই চা-বাগানের মাঝের রাস্তায় প্রায়ই ঘোরাফেরা করে চিতাবাঘ (cheetah)। ইতিমধ্যেই বন দফতর চা-বাগানে একটি বড় খাঁচা পেতেছে। কিন্তু ভয় কাটেনি। সেই কারণেই জলপাইগুড়ি বন্যপ্রাণী বিভাগের উদ্যোগে সুন্দরবন থেকে আনা হল বিশেষ জাল। সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্যের চারদিক ঘিরে যে জাল ব্যবহৃত হয়, যাতে বাঘ বাইরে বেরোতে না পারে— সেই একই পদ্ধতি এবার ডুয়ার্সে।

আরও পড়ুন- এবার SIR-এর কাজের চাপে জগৎবল্লভপুরে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি বিএলও

শুক্রবার বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের পক্ষ থেকে কলাবাড়ি চা-বাগানের হুলাস লাইন বস্তির সীমানা জুড়ে উঁচু করে সেই বিশেষ জাল লাগানোর কাজ শুরু হয়েছে। বনকর্তাদের মতে, জাল লাগানো হলে বস্তিতে চিতাবাঘ ঢুকতে পারবে না। শ্রমিকদের দাবি, কয়েকদিন আগেও দুটি গবাদি পশুকে মেরে ফেলেছে চিতাবাঘ। সন্ধ্যার পর রাস্তা দিয়ে চলাফেরা কার্যত বন্ধ হয়ে গিয়েছে। তাই বন দফতরের উদ্যোগে খুশি গ্রামবাসীরা।

বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের রেঞ্জার হিমাদ্রি দেবনাথ বলেন, ডুয়ার্সে বর্তমানে চিতা-মানুষ সংঘাত হাতি-মানুষ সংঘাতের মতোই বেড়েছে। এই বস্তিতেই চিতাবাঘের হামলায় এক শিশুর মৃত্যু হয়েছিল। সেই কারণে সুন্দরবন থেকে বিশেষ জাল আনা হয়েছে। সুন্দরবনে এই পদ্ধতি অবলম্বন করে সুফল মিলেছে। তাই আমরাও পরীক্ষামূলকভাবে জাল লাগানোর কাজ শুরু করেছি।

Latest article