ডাক্তারই নয়! আদালত জামিন দিল না ধৃতদের

Must read

প্রতিবেদন : মহাষষ্ঠীর সন্ধ্যায় ত্রিধারা সম্মিলনীর পুজো মণ্ডপে ঢুকে ডাক্তারের ছদ্মবেশে বিক্ষোভ। মুখে স্লোগান, ‘উই ওয়ান্ট জাস্টিস’। কিন্তু ধরা পড়তেই পর্দাফাঁস! ধৃতদের একজনও ডাক্তার নন। এরপর ধৃত ৯ জনকেই ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল আলিপুর আদালত। বৃহস্পতিবার ধৃতদের কোর্টে তোলা হলে তাঁদের আইনজীবী জামিনের আবেদন জানান। পাল্টা সরকারি আইনজীবী বলেন, এটা কোনও স্বতঃপ্রণোদিত মামলা নয়। একজন সাধারণ মানুষ অভিযোগ করেছেন। সেই অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে। তিনি বলেন, তখন প্যান্ডেলে প্রচণ্ড ভিড় ছিল। সেটা কি প্রতিবাদের জায়গা? পুলিশ জানিয়েছে, এক শহরবাসীর অভিযোগের ভিত্তিতে দমদমের উত্তরণ সাহা রায়, ট্যাংরার কুশল কর, নরেন্দ্রপুরের জহর সরকার, সাগ্নিক মুখোপাধ্যায়, কুলটির সুজয় মণ্ডল, পূর্ব বর্ধমানের নাদিম হাজারি, হাসনাবাদের ঋতব্রত মল্লিক, খড়দহের চন্দ্রচূড় চৌধুরী ও দৃপ্তমান ঘোষ— এই ৯ জন আন্দোলনকারীকে গ্রেফতার করে পুলিশ। সরকারি আইনজীবী বলেন, ধৃতদের হোয়াটসঅ্যাপ চ্যাট দেখে স্পষ্ট যে পরিকল্পনা করেই এটা করা হয়েছে। সুযোগ পেলে এরা অন্য মণ্ডপে গিয়েও এক‌ই কাজ করবে।

আরও পড়ুন- দর্শনার্থীদের সঙ্গে দুর্ব্যবহার নয় পুলিশকর্মীদের নির্দেশ নগরপালের

Latest article