সরকারি শিক্ষকদের প্রাইভেট টিউশন ৮ সপ্তাহ সময় বেঁধে দিল কোর্ট

এমনকী তা জমাও দিয়েছেন পর্ষদের কাছে। কিন্তু আদতেও কোনও শিক্ষক বাড়িতে প্রাইভেট পড়াচ্ছেন কিনা তা গিয়ে দেখা সম্ভব নয়।

Must read

প্রতিবেদন : আদালতের বারণ সত্ত্বেও দেখা যাচ্ছে জেলায় জেলায় বাড়িতে টিউশন পড়াচ্ছেন সরকারি স্কুলের শিক্ষকরা। সম্প্রতি এ নিয়ে কলকাতায় হাইকোর্টে একটি আদালত অবমাননার মামলা হয়েছে। সেই মামলার ভিত্তিতে কলকাতা হাইকোর্ট মধ্যশিক্ষা পর্ষদ এবং জেলা স্কুল পরিদর্শককে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে। আগামী ৮ সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে বলে জানিয়েছে আদালত।

আরও পড়ুন-ফের বিজ্ঞাপনে বিজেপির ধর্মীয় সুড়সুড়ি, আদালত অবমাননার নোটিশ দিল তৃণমূল

গৃহ শিক্ষকদের সংগঠন গৃহ শিক্ষক কল্যাণ সমিতি আদালত অবমাননার মামলা করে জানায় নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও সরকারি বিদ্যালয়ের শিক্ষকরা বাড়িতে টিউশন পড়াচ্ছেন। আদালত মধ্যশিক্ষা পর্ষদকে বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছিল গত বছরের মে মাসে। এদিন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান, ইতিমধ্যেই জেলায় জেলায় পরিদর্শকরা তাদের আওতাধীন স্কুলের শিক্ষকদের কাছ থেকে প্রাইভেটে টিউশন না পড়ানোর মুচলেকা নিয়েছেন। এমনকী তা জমাও দিয়েছেন পর্ষদের কাছে। কিন্তু আদতেও কোনও শিক্ষক বাড়িতে প্রাইভেট পড়াচ্ছেন কিনা তা গিয়ে দেখা সম্ভব নয়। এই প্রসঙ্গে কমিশনার অরূপ সেনগুপ্ত জানিয়েছেন, স্কুল শিক্ষা দপ্তরের তরফে ইতিমধ্যেই নির্দেশিকা দেওয়া রয়েছে। তবে আদালতের নির্দেশ অনুযায়ী আমরা আরও একবার দেখব ওই নির্দেশিকাকে পর্যালোচনা করে কী ভাবে পেশ করা যায়।

Latest article