সংবাদদাতা, আলিপুরদুয়ার : জেলা ঘোষণার ৭ বছর পেরিয়ে গিয়েছে। রাজ্য সরকার পরিকাঠামো তৈরি করে দিয়েছে। কিন্তু কেন্দ্রের উদাসীনতায় এখনও আদালত চালু হয়নি রাজ্যের প্রান্তিক জেলা আলিপুরদুয়ারে। স্থায়ী পরিকাঠামোর জন্য ৬৪ কোটি টাকা ইতিমধ্যেই মঞ্জুর করেছে রাজ্য সরকার, তারপরেও জেলা আদালতের আইনি পরিষেবা থেকে বঞ্চিত এই জেলার মানুষ। কলকাতা হাইকোর্ট থেকে বহুবার আলিপুরদুয়ারে জেলা আদালত চালুর জন্য পরিকাঠামো পরিদর্শন করে গিয়েছেন প্রতিনিধি দল। কিন্তু তার পরেও জেলা আদালত চালু না হওয়ায় এবার বৃহত্তর আন্দোলনে নামল আলিপুরদুয়ার বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা।
আরও পড়ুন-ডালখোলায় গঠিত হল নতুন পুরবোর্ড
সোমবার থেকে আলিপুরদুয়ারের সব আদালতেই কর্মবিরতি শুরু করছেন আইনজীবীরা। কোনও আইনজীবীই আদালতে মামলায় অংশ নেবেন না বলেও সাফ জানিয়ে দিয়েছেন। শীঘ্রই জেলা আদালত চালু না হলে আমরণ অনশন আন্দোলনের হুমকি দিয়েছেন আইনজীবীরা। আইনজীবীদের এই আন্দোলনে আদালতে বিভিন্ন মামলা ধাক্কা খেতে পারে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। যদিও জেলার আইনজীবীদের দাবি তাঁরা সাধারণ মানুষের স্বার্থেই জেলা আদালত চালুর জন্য আন্দোলন শুরু করছেন।
আরও পড়ুন-ঘুরে দাঁড়াচ্ছেন রেশমচাষিরা
এবং এই আন্দোলনের ফলে জেলার নানা প্রান্ত থেকে আদালতে এসে বিমুখ হয়ে ফিরে যেতে হয় অনেক বিচারপ্রার্থীকে । আলিপুরদুয়ার বার অ্যাসোসিয়েশন সূত্রে জানা গেছে, আলিপুরদুয়ার জেলা হওয়া সত্ত্বেও এখনও এখানে জেলা আদালত গঠন হয়নি। তবুও এখানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্ট ১, ২ এবং ৩, এসিজিএম ১ ও ২, অ্যাসিটেন্ট সেসন জর্জ, ফাস্ট ট্রাক ১ ও ২, সিভিল আদালত, ক্রেতা সুরক্ষা আদালত সহ ১০টি কোর্ট আছে। আলিপুরদুয়ার বার অ্যাসোসিয়েশনের আছেন ৩০০ জনের উপর আইনজীবী।