প্রতিবেদন : নবম-দশম এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ক্ষেত্রে ৩১ অগাস্ট পর্যন্ত মেয়াদ বৃদ্ধি করেছে সুপ্রিম কোর্ট। যা কার্যত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঠিক নির্দেশের প্রতি যে শীর্ষ আদালতের বিশ্বাসযোগ্যতা রয়েছে তারই প্রমাণ দেয়। শীর্ষ আদালতের এই নির্দেশের পর এক্স হ্যান্ডেলে ব্রাত্য বসু লেখেন, নবম-দশম এবং একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগ মামলায় গুরুত্বপূর্ণ রায় দিলেন সুপ্রিম কোর্ট। সর্বোচ্চ আদালত নিয়োগ প্রক্রিয়া ৩১ অগাস্টের মধ্যে শেষ করতে নির্দেশ দিয়েছেন যা আমাদের রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঠিক দিক নির্দেশের প্রতি আস্থার উজ্জ্বল দৃষ্টান্ত। এই সময় সীমার মধ্যে আগের শিক্ষকেরা আগের মতোই কাজ চালিয়ে যেতে পারবেন।
আরও পড়ুন-সংখ্যালঘু উন্নয়নে দেশের সেরা বাংলা
বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চের এই নির্দেশে পরিষ্কার ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন স্বচ্ছতা এবং দায়বদ্ধতার সঠিক পথেই এগোচ্ছে। সুপ্রিম-নির্দেশে বাতিল হওয়া এসএসসির ‘যোগ্য’ শিক্ষকদের চাকরির মেয়াদ বাড়ানোর আবেদন জানিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। এই আবেদনের ভিত্তিতে সময়সীমা বাড়ানোর নির্দেশ দিল শীর্ষ আদালত। আরও ৮ মাস পর্যন্ত বেতন পাবেন যোগ্য শিক্ষকেরা।
প্রসঙ্গত, এর আগে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছিল ৩১ ডিসেম্বরে মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন— রাজ্য, এসএসসি এবং বোর্ড ছিল। আমরা নিয়োগ প্রক্রিয়া প্রায় শেষ করে নিয়ে এসেছি। একাদশ-দ্বাদশের বাছাই প্রক্রিয়ায় ৭ জানুয়ারি আমরা চূড়ান্ত রেজ়াল্ট পাবলিশ করে দেব। ১৫ জানুয়ারি থেকে কাউন্সেলিং শুরু করে দেব। নবম-দশমের ক্ষেত্রে বাছাই প্রক্রিয়া শেষ হবে মার্চ মাসের মাঝামাঝি। তার পরে কাউন্সেলিং হবে। তাই অগাস্টের শেষ পর্যন্ত সময়সীমা বৃদ্ধির আবেদন জানানো হয়েছিল।
বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…
‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…