প্রতিবেদন : রাজ্য সরকারের ইস্যু করা ওবিসি শংসাপত্র বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট। এই রায়ের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় রাজ্য সরকার। সোমবার সেই মামলার শুনানিতে রাজ্য সরকারের হলফনামা তলব করল প্রধান বিচারপতির বেঞ্চ। কলকাতা হাইকোর্ট কীভাবে রাজ্য শাসন করার চেষ্টা করছে, সেই তথ্য তুলে ধরেন রাজ্যের আইনজীবী ইন্দিরা জয় সিং। এক সপ্তাহের মধ্যে হলফনামা তলব করেছে সর্বোচ্চ আদালত।
আরও পড়ুন-রাজ্যসভায় কেন্দ্রকে হুঁশিয়ারি ডেরেক ও’ব্রায়েনের
গত ২২ মে রাজ্য সরকারের জারি করা ৫ লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল করেছিল কলকাতা হাইকোর্ট। সেই রায়ের বিরোধিতায় সোমবার সুপ্রিম কোর্টে শুনানিতে সুপ্রিম কোর্টে শুনানিতে রাজ্য সরকারের তরফে সওয়াল করতে গিয়ে প্রবীণ আইনজীবী ইন্দিরা জয় সিং কলকাতা হাইকোর্টের রায়ের উপরে স্থগিতাদেশ চেয়েছিলেন। তিনি উল্লেখ করেন, সব জাতিকে নজরে রেখে মণ্ডল কমিশনের সুপারিশ মেনে অন্যান্য অনগ্রসর শ্রেণির সংরক্ষণ করা হয়েছিল। কিন্তু কলকাতা হাইকোর্ট দাবি করে শুধুমাত্র ধর্মীয় লাভের জন্য এই সংরক্ষণ করা হয়। সুপ্রিম কোর্টে ইন্দিরার জোর সওয়াল, সরকার রাজ্যটা চালাতে চায়। কিন্তু আদালত চাইছে রাজ্য চালাতে। তবে আদালতই রাজ্য চালাক। এই প্রসঙ্গেই তিনি তুলে ধরেন সরকারের পক্ষে কোনও পদক্ষেপ নেওয়া হলে তা বিচার ব্যবস্থার দ্বারে চলে যায়। এর ফলে বাংলায় শিক্ষাক্ষেত্রেও কোনও সংরক্ষণ করা যায়নি।
আরও পড়ুন-কেন্দ্রের বরাদ্দে বঞ্চিত ৮৯ দুঃস্থ সংখ্যালঘু, মহিলা গৃহনির্মাণে পাচ্ছেন রাজ্যের টাকা
শুনানিতে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের পর্যবেক্ষণ, সংরক্ষণ কমিশনের সুপারিশ মেনে হয়েছে কি না তা নিয়ে। তবে এই ঘোষণায় কোনও মৌলবাদী প্রতিক্রিয়া তৈরি করার দাবিটি অগ্রাহ্য করেন তিনি। সেই সঙ্গে তিনি বলেন, এই সংরক্ষণে মৌলবাদী প্রতিক্রিয়া হবে এমন কথা বললে বাংলার জন্য কোনও সংরক্ষণই হবে না। এটাই মৌলবাদ— বিরোধী আইনজীবীকে প্রশ্ন প্রধান বিচারপতির। সোমবারের শুনানির প্রেক্ষিতে সর্বোচ্চ আদালতের পর্যবেক্ষণ, মামলা বিস্তারিত শুনতে হবে। কীসের ভিত্তিতে রাজ্য ৭৭টি অনগ্রসর শ্রেণিকে সংরক্ষণ তালিকাভুক্ত করেছে, অনগ্রসর ঘোষণার আগে আলোচনার অভাব হয়েছিল কি না, কীভাবে সমীক্ষা চালানো হয়েছে, সেই তথ্য পেশ করতে হবে। মামলার পরবর্তী শুনানি ১৬ অগাস্ট।
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…
দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…