প্রতিবেদন: বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের সদ্য বিজয়ী তৃণমূল কংগ্রেস প্রার্থীকে নিয়ে মানুষ খুশি ছিলেন না। হারের পর সংবাদমাধ্যমে এমনই প্রতিক্রিয়া জানিয়েছিলেন বালিগঞ্জের বামফ্রন্ট প্রার্থী সায়রা শাহ হালিম। এরপরই পরাজিত সায়রা হালিমকে লজ্জাহীন বলে টুইটারে জবাব দিলেন বিজয়ী তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) প্রার্থী বাবুল সুপ্রিয়। ট্যুইটে বাবুল লিখেছেন, ‘সিপিএম শুধু মিথ্যা এবং প্রতারণায় ভরা নোংরা ভোট প্রচারেই থেমে থাকেনি। আর সায়রা হালিমের কোনও ক্লাস নেই। তিনি লজ্জা পেতেও ভুলে গিয়েছেন। মানুষ তৃণমূলকে নির্বাচন করে তাঁকে ছুড়ে ফেলার পরেও একইরকম কুৎসিত ভাষা ব্যবহার করে যাচ্ছেন।’ এরপর বাম প্রার্থীকে বিধানসভা ভোটের ফলাফল স্মরণ করিয়ে বাবুল লেখেন, ‘যাই হোক না কেন, বিধানসভায় বামেরা বিগ জিরো।’ বাবুল আরও লিখেছেন, ‘এই মহিলা হেরে গিয়েও মানুষের রায় মেনে নেওয়ার সৌজন্যটুকুও দেখাচ্ছেন না। উল্টে আমাকে ‘দুর্নীতিগ্রস্ত’ বলছেন৷ কিন্তু আমি বিনীত ও শান্তভাবে আমার জয় উপভোগ করছি। তিনি তাঁর হারের যন্ত্রণা নিয়ে থাকুন।’ শেষে হ্যাশট্যাগ দিয়ে বাবুল সুপ্রিয় লিখেছেন, ‘শুধুমাত্র শিক্ষাই মানুষকে শিক্ষিত করে না। হেরো বিজেপি, সিপিআইএম।’ বাবুলের সঙ্গে কার্যত একই সুরে সিপিআইএমকে আক্রমণ করেছেন তৃণমূল কংগ্রেস (Trinamool Congress) মুখপাত্র কুণাল ঘোষ। তিনি বলেন, উপনির্বাচনে দু’একটা ওয়ার্ডে এগিয়ে থেকে এমন ভাব করছে যেন ফের জেগে উঠেছে সিপিএম। কিন্তু এই নির্বাচনের ফলাফলে তাদের বেশি আনন্দ পাওয়ার কিছু নেই। বিধানসভাতেও তারা হেরেছে। আসানসোলেও তাদের ভরাডুবি হয়েছে।