প্রতিবেদন: এ রাজ্যের বিধানসভায় শূন্য। লোকসভার ভোটে বিয়াল্লিশেও সেই শূন্য। সংগঠন তলানিতে। দিশেহারা নেতৃত্ব। এবার ক্ষয়িষ্ণু সংগঠনে অক্সিজেন জোগাতে জুনিয়র ডাক্তারদের আন্দোলনকে হাইজ্যাক করতে চাইছে সিপিএম। গত কয়েকদিন ধরে বাম নেতাদের বক্তব্যে বারবার তা সামনে চলে এসেছে। জুনিয়র ডাক্তারদের একাংশের এদিনের বক্তব্যে তা আরও স্পষ্ট হয়ে গেল। সেই সঙ্গে পরিষ্কার হয়ে গেল এই ইস্যুতে তাঁদের মধ্যেকার বিভেদ। যা প্রায় চূড়ান্ত আকার ধারণ করেছে।
আরও পড়ুন-আজ জেলায় জেলায় কার্নিভাল
আন্দোলনরত জুনিয়র ডাক্তারদের মধ্যে যাঁরা সিপিএম-ঘেঁষা, তাঁরা এর পক্ষে সওয়াল করলেও বেঁকে বসেছেন বাকিরা। ফলে এই নিয়ে তাঁদের মধ্যে এখন একাধিক মত তৈরি হয়েছে। তৈরি হয়েছে ভাগ, গোষ্ঠী। ফলে গোটা আন্দোলনই এখন প্রশ্নের মুখে। আন্দোলনরত ডাক্তারদের মধ্যে প্রথম সারিতে যাঁরা রয়েছেন তাঁদের অনেকেই আদর্শগত ভাবে সিপিএম বিরোধী। তাঁরা কোনও ভাবেই সিপিএমের অঙ্গুলিহেলনে চলতে রাজি নন। ফলে সবমিলিয়ে এই বহুবিভক্ত মত নিয়ে জুনিয়র ডাক্তাররা এখন কী করেন সেটাই দেখার।