কেন্দ্রের কীর্তি, অপরাধী সেই মেহুলের রেড কর্নার উঠল

প্রায় ১৩ হাজার কোটি টাকার ব্যাঙ্ক প্রতারক পলাতক মেহুল চোকসির বিরুদ্ধে জারি করা রেড কর্নার চুপি চুপি তুলে নিল ইন্টারপোল।

Must read

প্রতিবেদন : কেন্দ্রের কীর্তি। প্রায় ১৩ হাজার কোটি টাকার ব্যাঙ্ক প্রতারক পলাতক মেহুল চোকসির বিরুদ্ধে জারি করা রেড কর্নার চুপি চুপি তুলে নিল ইন্টারপোল। ফলে চোকসি এখন যেকোনও জায়গায় যেতে পারবে। কিন্তু হঠাৎ কেন রেড অ্যালার্ট তোলা হল? আন্তর্জাতিক সূত্র বলছে, কেন্দ্রের পরামর্শেই ইন্টারপোল এই কাজটি করেছে।

আরও পড়ুন-ফাঁসির বিকল্প সাজা খুঁজুন, কেন্দ্রকে পরামর্শ সুপ্রিম কোর্টের

২০১৮ সালে ভারত থেকে পালিয়ে অ্যান্টিগা ও বার্বুডায় আশ্রয় নেয়। কিন্তু ওই দেশ থেকে চোকসিকে ফিরিয়ে আনার জন্য কোনওরকম উদ্যোগ নেয়নি কেন্দ্র। উপরন্তু ইন্টারপোলের সঙ্গে যথাযথ যোগাযোগ না রাখায় ছাড় পেয়ে গেল ১৩ হাজার কোটির প্রতারক।

Latest article