এয়ারলিফট করা বিকল হেলিকপ্টার আছড়ে পড়ল মন্দাকিনীর পাহাড়ে

সাম্প্রতিক অতীতে এমন দুর্ঘটনা সম্ভবত অভূতপূর্ব। বিকল হেলিকপ্টারকে এয়ারলিফট করে নিয়ে যাচ্ছিল আর একটি হেলিকপ্টার।

Must read

প্রতিবেদন: সাম্প্রতিক অতীতে এমন দুর্ঘটনা সম্ভবত অভূতপূর্ব। বিকল হেলিকপ্টারকে এয়ারলিফট করে নিয়ে যাচ্ছিল আর একটি হেলিকপ্টার। আকাশপথে চেন ছিঁড়ে গিয়ে উদ্ধারকারী হেলিকপ্টার থেকে বিচ্ছিন্ন হয়ে সেটি আছড়ে পড়ে পাহাড়ি মন্দাকিনী নদীর ধারে। পাহাড়ের বুকে আছড়ে পড়ে টুকরো টুকরো হয়ে যায় বিকল হেলিকপ্টারটি। এখনও পর্যন্ত অবশ্য কোনও হতাহতের খবর নেই। শনিবার সকালের ঘটনা। কেদারনাথ এবং গৌচরের মাঝে ভীমাবলীর কাছে লিঞ্চোলিতে এই দুর্ঘটনাটি ঘটে। কেদারনাথ থেকে এয়ারলিফট করে বেসরকারি এই কপ্টারটি আনছিল সেনাবাহিনীর হেলিকপ্টার। সেনার এমআই-১৭ কপ্টারে করে বেসরকারি হেলিকপ্টার নিয়ে যাওয়া হচ্ছিল৷

আরও পড়ুন-এগিয়েও কাপ অধরা মোহনবাগানের, যুবভারতীতে নর্থইস্ট রূপকথা

উত্তরাখণ্ডের কেদারনাথ ধামের পাহাড়ি এলাকার পাশ দিয়ে যাওয়ার সময় নদীতে পড়তে দেখা যায় ক্রিস্টাল হেলিকপ্টারটিকে৷ জানা গিয়েছে, এই হেলিকপ্টারটি আগে থেকেই দুর্ঘটনাগ্রস্ত ছিল৷ ক্রিস্টাল হেলিকপ্টারটির সব গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ আগে থাকতে খুলে রাখা হয়েছিল৷ কিন্তু হঠাৎ আকাশ থেকে একটি হেলিকপ্টার নীচে পড়তে দেখে স্থানীয়রা চিৎকার করতে থাকেন৷ এবছরের কেদারনাথ ধাম যাত্রার শুরুতে এই ক্রিস্টাল হেলিকপ্টারটি যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণ করে কেদারনাথ ধামে৷ হেলিপ্যাড থেকে ১০০ মিটার আগেই তা নেমে আসে৷ সেই সময় তাতে ৬ জন যাত্রী ছিলেন৷ তবে কারও কোনও প্রাণহানি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি৷
রুদ্রপ্রয়াগ জেলার পর্যটন আধিকারিক রাহুল চৌবে জানান, দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারটিকে গৌচর এয়ারস্ট্রিপে মেরামতির জন্য নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছিল৷ সেইমতো শনিবার সকালে এমআই-১৭ এয়ারক্রাফ্ট ওই ক্ষতিগ্রস্ত হেলিকপ্টারটিকে নিয়ে যাচ্ছিল৷ কিছুদূর যাওয়ার পর এমআই-১৭-র চালক বুঝতে পারেন, কপ্টারটির ওজন এবং ঝোড়ো হাওয়ার জন্য ভারসাম্য রাখা সম্ভব হচ্ছে না৷ থারু ক্যাম্পের কাছে হেলিকপ্টারটিকে বিচ্ছিন্ন করে দিতে হয়৷ তাতে কোনও যাত্রী বা জিনিসপত্র ছিল না৷ উদ্ধারকারী দল খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছেছে৷ বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে৷

Latest article