জাতীয়

এয়ারলিফট করা বিকল হেলিকপ্টার আছড়ে পড়ল মন্দাকিনীর পাহাড়ে

প্রতিবেদন: সাম্প্রতিক অতীতে এমন দুর্ঘটনা সম্ভবত অভূতপূর্ব। বিকল হেলিকপ্টারকে এয়ারলিফট করে নিয়ে যাচ্ছিল আর একটি হেলিকপ্টার। আকাশপথে চেন ছিঁড়ে গিয়ে উদ্ধারকারী হেলিকপ্টার থেকে বিচ্ছিন্ন হয়ে সেটি আছড়ে পড়ে পাহাড়ি মন্দাকিনী নদীর ধারে। পাহাড়ের বুকে আছড়ে পড়ে টুকরো টুকরো হয়ে যায় বিকল হেলিকপ্টারটি। এখনও পর্যন্ত অবশ্য কোনও হতাহতের খবর নেই। শনিবার সকালের ঘটনা। কেদারনাথ এবং গৌচরের মাঝে ভীমাবলীর কাছে লিঞ্চোলিতে এই দুর্ঘটনাটি ঘটে। কেদারনাথ থেকে এয়ারলিফট করে বেসরকারি এই কপ্টারটি আনছিল সেনাবাহিনীর হেলিকপ্টার। সেনার এমআই-১৭ কপ্টারে করে বেসরকারি হেলিকপ্টার নিয়ে যাওয়া হচ্ছিল৷

আরও পড়ুন-এগিয়েও কাপ অধরা মোহনবাগানের, যুবভারতীতে নর্থইস্ট রূপকথা

উত্তরাখণ্ডের কেদারনাথ ধামের পাহাড়ি এলাকার পাশ দিয়ে যাওয়ার সময় নদীতে পড়তে দেখা যায় ক্রিস্টাল হেলিকপ্টারটিকে৷ জানা গিয়েছে, এই হেলিকপ্টারটি আগে থেকেই দুর্ঘটনাগ্রস্ত ছিল৷ ক্রিস্টাল হেলিকপ্টারটির সব গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ আগে থাকতে খুলে রাখা হয়েছিল৷ কিন্তু হঠাৎ আকাশ থেকে একটি হেলিকপ্টার নীচে পড়তে দেখে স্থানীয়রা চিৎকার করতে থাকেন৷ এবছরের কেদারনাথ ধাম যাত্রার শুরুতে এই ক্রিস্টাল হেলিকপ্টারটি যান্ত্রিক ত্রুটির কারণে জরুরি অবতরণ করে কেদারনাথ ধামে৷ হেলিপ্যাড থেকে ১০০ মিটার আগেই তা নেমে আসে৷ সেই সময় তাতে ৬ জন যাত্রী ছিলেন৷ তবে কারও কোনও প্রাণহানি বা আহত হওয়ার খবর পাওয়া যায়নি৷
রুদ্রপ্রয়াগ জেলার পর্যটন আধিকারিক রাহুল চৌবে জানান, দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারটিকে গৌচর এয়ারস্ট্রিপে মেরামতির জন্য নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছিল৷ সেইমতো শনিবার সকালে এমআই-১৭ এয়ারক্রাফ্ট ওই ক্ষতিগ্রস্ত হেলিকপ্টারটিকে নিয়ে যাচ্ছিল৷ কিছুদূর যাওয়ার পর এমআই-১৭-র চালক বুঝতে পারেন, কপ্টারটির ওজন এবং ঝোড়ো হাওয়ার জন্য ভারসাম্য রাখা সম্ভব হচ্ছে না৷ থারু ক্যাম্পের কাছে হেলিকপ্টারটিকে বিচ্ছিন্ন করে দিতে হয়৷ তাতে কোনও যাত্রী বা জিনিসপত্র ছিল না৷ উদ্ধারকারী দল খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছেছে৷ বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছেছে৷

Jago Bangla

Recent Posts

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

2 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

3 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

3 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

3 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

3 hours ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

3 hours ago