জিটিএ-র উদ্যোগে মিরিক লেকে হচ্ছে ডান্সিং ফাউন্টেন

পাশাপাশি পর্যটক টানতে মিরিকে জিটিএ-র তরফে ডান্সিং ফাউন্টেন, অ্যাডভেঞ্চার পার্ক ও বাটারফ্লাই পার্ক তৈরির পরিকল্পনা করা হয়েছে।

Must read

প্রতিবেদন : পর্যটকদের জন্য একের পর এক উদ্যোগ নিচ্ছে জিটিএ। সম্প্রতি কালিম্পঙের পর ডুয়ার্সে প্যারাগ্লাইডিংয়ের পরিকল্পনার কথা জানানো হয়েছে। এরপরই মিরিকের লেকের আকর্ষণ বৃদ্ধিতে এবং পর্যটকদের আনন্দ দিতে হচ্ছে ডান্সিং ফাউন্টেন। এই মর্মে দিন কয়েক আগেই জমি পরিদর্শন করেন জিটিএ-র প্রধান সচিব সৌম্য পুরকাইত। তিনি জানিয়েছেন, মিরিক লেক সংলগ্ন এলাকায় রয়েছে একাধিক সরকারি জমি। কিন্তু সেগুলির অধিকাংশই দখল হয়েছে।

আরও পড়ুন-গণনার প্রস্তুতি বৈঠক

এবার সেইসব সরকারি জমি দখলমুক্ত করতে আসরে নামল গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। যা নিয়ে ইতিমধ্যেই পুলিশ ও মিরিক মহকুমা শাসকের সঙ্গে বৈঠকে আলোচনা করেছেন জিটিএ কর্তারা। তিনি আরও জানিয়েছেন, সরকারি জমি একবার দখল হয়ে গেলে, সেই জায়গা দখলমুক্ত করতে অনেক সমস্যা হয়। সেই জমিগুলিতে পর্যটকদের আকর্ষণের জন্য কিছু একটা তৈরি করে দেওয়ার পরিকল্পনা চলছে। যাতে নতুন করে সেই জায়গাগুলি দখল না হয়ে যায়। পাশাপাশি পর্যটক টানতে মিরিকে জিটিএ-র তরফে ডান্সিং ফাউন্টেন, অ্যাডভেঞ্চার পার্ক ও বাটারফ্লাই পার্ক তৈরির পরিকল্পনা করা হয়েছে।

Latest article