সংবাদদাতা, নন্দীগ্রাম : ভোটের আগে নন্দীগ্রামে অভিষেকের আগমন ঘটতে চলেছে। ফলে ক্রমশ রাজনীতির পারদ চড়ছে জেলাজুড়ে। বিরোধী দলনেতার এইয়কেন্দ্রে অভিষেকের সেবাশ্রয় কর্মসূচি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। রবিবার দিনভর নন্দীগ্রামে অভিষেকের সেবাশ্রয়ের প্রস্তুতিতে ব্যস্ত থাকতে দেখা গেল তৃণমূল নেতা-কর্মীদের। নিরাপত্তা থেকে শুরু করে শিবিরের পরিকাঠামো সমস্তটাই খতিয়ে দেখলেন নেতৃত্ব। তৃণমূল সূত্রে খবর, আগামী ১৫ জানুয়ারি নন্দীগ্রামে সেবাশ্রয়ের পাশাপাশি হলদিয়ায় ওইদিন যে সভা করার কথা ছিল অভিষেকের, সেই সভার তারিখ বদল হয়েছে। চলতি মাসের ৩১ তারিখ হলদিয়ার রানিচকে সভা করবেন সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন-স্বামী বিবেকানন্দর জন্মজয়ন্তীতে শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর
তবে ১৫ তারিখের সেবাশ্রয় কর্মসূচিতে যাতে কোনও খামতি না থাকে সেজন্য নন্দীগ্রামে মাঠ কামড়ে পড়ে রয়েছেন নেতারা। সেবাশ্রয় কর্মসূচিকে হাতিয়ার করে ভোটের ময়দানে জোরকদমে নেমে পড়ার প্রস্তুতি চলছে শাসক শিবিরে। জানা গিয়েছে, ১৫ তারিখ অর্থাৎ বৃহস্পতিবার হেলিকপ্টারে প্রথমে নন্দীগ্রাম ২ ব্লকের খোদামবাড়ি এসে পৌঁছাবেন অভিষেক। এরপর সেখান থেকে সড়কপথে নন্দীগ্রাম ১ নং ব্লকে যাবেন তিনি। সেখানকার বাইপাস সংলগ্ন মাঠে প্রায় সাড়ে ৩ হাজার স্কোয়ার ফুট এলাকা নিয়ে তৈরি হয়েছে সেবাশ্রয়ের ক্যাম্প। সেখানেই সেবাশ্রয় উদ্বোধনের পর অভিষেক যাবেন নন্দীগ্রাম ২ এলাকায়। সেখানেও সেবাশ্রয় কর্মসূচির সূচনা করবেন তিনি। ইতিমধ্যে নন্দীগ্রামে অভিষেকের এই কর্মসূচিকে কেন্দ্র করে চলছে জোরদার প্রস্তুতি। শনিবার শিবিরস্থল পরিদর্শন করেন জেলাশাসক ও জেলা পুলিশ সুপার। রবিবারেও দিনভর পরিদর্শন করেন জেলা তৃণমূল চেয়ারম্যান অসিত বন্দ্যোপাধ্যায়। অভিষেকের এই সেবাশ্রয় কর্মসূচিতে বিভিন্ন বিভাগের চিকিৎসকদের পাশাপাশি থাকবে নানাবিধ পরীক্ষানিরীক্ষার ব্যবস্থাও। চিকিৎসকদের পরামর্শমতো ওষুধও দেওয়া হবে মানুষকে। জেলা তৃণমূল সভাপতি সুজিত রায় বলেন, আমরা সমস্ত রকম প্রস্তুতি নিয়েছি। মানুষের দীর্ঘদিনের আবেদন ছিল এই এলাকায় আমাদের সেনাপতি ডায়মন্ড হারবারের মতো সেবাশ্রয় করুন। তাই মানুষের দাবি মেনে এখানে সেবাস্রয় হচ্ছে। এর ফলে জেলার মানুষ উপকৃত হবেন।
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…