রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে যুবকের দেহ উদ্ধার

রবীন্দ্র সরোবরে অনেকেই হাঁটতে যান এবং আজ সকালে হাঁটতে গিয়ে অনেকে সকাল ৯টা নাগাদ যুবকের নিথর দেহ পড়ে থাকতে দেখেন।

Must read

আজ, বৃহস্পতিবার সকালে স্থানীয়রা রবীন্দ্র সরোবর (Rabindra Sarovar) স্টেডিয়ামে এক যুবকের দেহ দেখতে পান। কম্বল চাপা দেওয়া অবস্থায় পড়েছিল অজ্ঞাতপরিচয় এই যুবকের দেহটি। এই যুবককে যদিও রবীন্দ্র সরোবর এলাকায় মাঝেমধ্যেই দেখা যেত বলে স্থানীয় সূত্রে খবর। কিন্তু ঠিক কী ভাবে ওই যুবকের মৃত্যু হল সেই ব্যাপারে নিশ্চিত কোন তথ্য উঠে আসে নি।

আরও পড়ুন-”নেতাজি বড় চক্রান্তের শিকার”, কেন্দ্রকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের

রবীন্দ্র সরোবরে অনেকেই হাঁটতে যান এবং আজ সকালে হাঁটতে গিয়ে অনেকে সকাল ৯টা নাগাদ যুবকের নিথর দেহ পড়ে থাকতে দেখেন। স্টেডিয়ামের নীচের বারান্দায় একটি কম্বল চাপা দেওয়া অবস্থায় সংজ্ঞাহীন হয়ে পড়ে থাকতে দেখা যায় এই যুবককে। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেওয়া হলে ঘটনাস্থলে এসে পৌঁছয় রবীন্দ্র সরোবর থানায় পুলিশ। পুলিশ এসে দেহ উদ্ধার করে এম আর বাঙুর হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন। যদিও যুবককে এখনও শনাক্ত করা যায়নি। পুলিশের তরফে খবর যুবকের বয়স আনুমানিক ৩৫ থেকে ৪০ বছরের মধ্যে হবে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

আরও পড়ুন-ঘুরে আসুন বালি দ্বীপ

প্রসঙ্গত, রবীন্দ্র সরোবরের সব গেট বন্ধ থাকে। এবার প্রশ্ন উঠছে ওই যুবক কিভাবে সেখানে ঢুকতেন, থাকতেন। শারীরিক অসুস্থতার কারণে তিনি মারা গিয়েছেন কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখা হচ্ছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, যুবকের পরিচয় জানা যায়নি। যুবকের শরীরে কোনও আঘাতের চিহ্ন দেখা যায়নি। যদিও ময়নাতদন্তের রিপোর্ট এলে তবেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে। রবীন্দ্র সরোবরের মতো সম্ভ্রান্ত জায়গায় এই ঘটনার ফলে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়েই।

Latest article