পাঞ্জাবে (Punjab) বিষমদকাণ্ডে ক্রমশ বেড়ে চলেছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ২১। আশঙ্কাজনক অবস্থায় আরও একাধিক হাসপাতালে চিকিৎসাধীন। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বুধবার পাঞ্জাবের (Punjab) সাংরুরে প্রায় ৪০ জনের বেশি বিষাক্ত মদ খেয়ে অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়দের অভিযোগ, এলাকায় বহু দিন ধরেই বেআইনি মদের কারবার চলছিল। এই ব্যবসা চেষ্টা করেও কোনওভাবে বন্ধ করা যায়নি। বিষমদকাণ্ডে এখনও পর্যন্ত পুলিশ ৬ জনকে গ্রেফতার করেছে। জিজ্ঞাসাবাদ করে এই বেআইনি মদ কারবারি চক্রের হদিস পাওয়ার চেষ্টা করছে পুলিশ। সূ্ত্রের খবর, ধৃতদের জেরার পর একটি বাড়ির সন্ধান মিলেছে। এরপর পুলিশ ওই বাড়িতে তল্লাশি চালালে সেখান থেকে প্রায় ২০০ লিটার ইথানল উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন- ফিরহাদ হাকিমের নির্দেশে গার্ডেনরিচকাণ্ডে তদন্ত কমিটি গঠন
বিষমদকাণ্ডের খবর প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে যায়। পুলিশ-প্রশাসনের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন। কীভাবে দিনের পর দিন ধরে পুলিশের নজর এড়িয়ে এই কারবার চলত। একইসঙ্গে স্থানীয় বাসিন্দারা অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছেন।