আন্তর্জাতিক

গাজায় ইসরাইলি বিমান হামলার ঘটনায় বাড়ছে নিহতের সংখ্যা

বুধবার অর্থাৎ গাজার (Gaza) বেইত লাহিয়ায় কমপক্ষে পাঁচটি ভবনে বোমা হামলা চালানো হয়। এদিনের এই হামলার ফলে বহু মানুষের মৃত্যু হয়েছে। উদ্ধারকর্মীরা সকাল থেকে ধ্বংসস্তূপে জীবিতদের সন্ধান শুরু করেছে। সূত্রের খবর,ধ্বংসাবশেষের নিচে আটকে থাকা নারী ও শিশুদের সংখ্যা উদ্বেগজনক। গাজার উত্তরে বিপুল সংখ্যক মানুষ গৃহহীন এবং খাদ্য ও জলের সঙ্কট তৈরি হয়েছে। গাজার বেশ কিছু জায়গায় মানবিক সাহায্য পৌঁছানো দুষ্কর হয়ে উঠেছে তাই আন্তর্জাতিক সংস্থাগুলি পরিস্থিতি সামাল দিতে পারছে না।

আরও পড়ুন-হাজারিবাগে কলকাতা থেকে পাটনাগামী বাস দুর্ঘটনায় মৃত ৭

গাজার উত্তরাঞ্চলে গত সপ্তাহে একটি পাঁচতলা ভবনে হামলা চালানো হয়। কমপক্ষে ৩৪ জন নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে খবর শেষ পাওয়া খবর অনুযায়ী, প্রায় ৪৪,০০০ মানুষ নিহত হয়েছে এবং ১০৪,০০০-এরও বেশি মানুষ আহত হয়েছে। অন্যদিকে জাতিসংঘের তথ্য অনুযায়ী, গাজার পুরো জনসংখ্যার ৯০ শতাংশ নিজেদের বাড়ি ছেড়ে যেতে বাধ্য হয়েছে। এই হামলায় ৮৮ ফিলিস্তিনি নিহত হয়েছে বলে খবর। বেইত লাহিয়ায় ইসরাইলি হামলার নিহতদের বেশিরভাগ নারী ও শিশু বলেই জানা গিয়েছে। উত্তরাঞ্চলীয় এই শহরে ইসরাইলি হামলার পরে বহু মানুষের মৃতদেহ হাসপাতালে আনা হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন-মাইক্রো ড্রোন ক্যামেরার কড়া নজরদারিতে জলদাপাড়া জাতীয় উদ্যান

প্রসঙ্গত, এই সপ্তাহের শুরুতে বেইট লাহিয়ার একটি পাঁচতলা আবাসিক ব্লকে ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ৩৪ জন নিহত হয়েছেন। উত্তর গাজায় গত পাঁচ সপ্তাহে এক লাখ ৩০ হাজার মানুষ বাস্তু হারিয়েছে। জাতিসংঘর হিসেবে অনুযায়ী, বেইট লাহিয়া, জাবালিয়া এবং বিত হানুন শহরে জল ও খাবারের সরবরাহ কমে যাওয়ায় ৭৫ হাজার মানুষ আটকে রয়েছে।

Jago Bangla

Recent Posts

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

2 minutes ago

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

38 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

46 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

1 hour ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

11 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

11 hours ago