বর্ধমানে বিষমদ-কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ৪

বৃহস্পতিবার মৃত্যু হয়েছিল দুজনের, শুক্রবার আরও দুজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এছাড়াও বেশ কয়েকটি ঘটনার তদন্তে নেমেছে বর্ধমান থানার পুলিশ।

Must read

সংবাদদাতা, বর্ধমান : বর্ধমানে বিষমদ-কাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে হল চার। এডিজি ওয়েস্টার্ন জোন সঞ্জয় সিং ও পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার কামনাশিস সেনের নেতৃত্বে শহর জুড়ে তল্লাশি অভিযান চালানো হচ্ছে। বৃহস্পতিবার মৃত্যু হয়েছিল দুজনের, শুক্রবার আরও দুজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এছাড়াও বেশ কয়েকটি ঘটনার তদন্তে নেমেছে বর্ধমান থানার পুলিশ। তবে যারা মারা গিয়েছে, তারা একসঙ্গে মদ খায়নি বলে প্রাথমিকভাবে জানতে পেরেছে পুলিশ।

আরও পড়ুন-মোদির ভারতে দুরবস্থা! ৯৭ কোটি মানুষ পায় না সুষম খাদ্য

ঠিক কী কারণে মৃত্যু, তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার রাতে। বিষমদ খেয়ে বর্ধমান শহরের বাহির সর্বমঙ্গলাপাড়ার পাঁচ যুবক গুরুতর অসুস্থ হয়ে পড়ে। ওদের মধ্যে দুজনকে গুরুতর অসুস্থ অবস্থায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে একজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। চিকিৎসা চলাকালীন আরও দুজনের মৃত্যু হয়। মদ খেয়ে অসুস্থ আরও তিনজনকে বাবুরবাগ এলাকার একটি নার্সিংহোমে নিয়ে যান স্থানীয়রা। তল্লাশি অভিযান চালিয়ে পুলিশ একটি হোটেল বন্ধ করে দিয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ খুঁজছে পুলিশ। এলাকার সমস্ত মদের দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন।

Latest article