এয়ারপোর্ট লাগোয়া ফ্লাইওভার থেকে পড়ে মৃত ব্যক্তি

সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এয়ারপোর্ট থানার তরফে বারাসত জেলা হাসপাতালে যোগাযোগ করা হয়েছে। তাদেরও জিজ্ঞাসাবাদ করা হবে।

Must read

দমদম এয়ারপোর্ট (Dumdum Airport) এর পাশে ফ্লাইওভার থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা এক ব্যক্তির। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম ওইনাম রঞ্জন সিংহ। তিনি মণিপুরের বাসিন্দা। রীতিমত সঙ্কটজনক অবস্থায় তাঁকে বারাসত জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তবে আত্মহত্যা না খুন, সেই নিয়ে সন্দেহ প্রকাশ করেছে পুলিশ। সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এয়ারপোর্ট থানার তরফে বারাসত জেলা হাসপাতালে যোগাযোগ করা হয়েছে। তাদেরও জিজ্ঞাসাবাদ করা হবে।

আরও পড়ুন-হাওড়ায় লাইনচ্যুত তিরুপতি এক্সপ্রেস সহ দুটি ট্রেন

তবে মণিপুরের ওই ব্যক্তি কোথায় থাকতেন, কেন কলকাতা এসেছিলেন, শেষবার কার সাথে দেখা করেন তিনি ও কেন এই সব প্রশ্নের উত্তর জানা চেষ্টা করা হচ্ছে। মোবাইল ও ব্যক্তির কাছে পাওয়া অন্য জিনিসের সূত্র ধরেই যোগাযোগ করা হচ্ছে পরিবারের সঙ্গে।

Latest article