এক্তিয়ার ছাড়িয়ে রাজনীতি করছেন মৃতার অভিভাবক, কড়া মন্তব্য ফিরহাদের

Must read

প্রতিবেদন : আরজি করে মৃত পড়ুয়ার বাবা-মার বক্তব্য নিয়ে পাল্টা স্পষ্ট কথা রাখলেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম (Firhad Hakim)। বারবার তাঁদের বয়ান বদল এবং কোনও কারণ ছাড়াই মুখ্যমন্ত্রীকে আক্রমণ করা নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন মেয়র। ফিরহাদের (Firhad Hakim) বক্তব্য, ওঁদের প্রতি সহানুভূতি রয়েছে। মেয়ের মৃত্যু হয়েছে। এর থেকে বড় ধাক্কা আর কিছু হতে পারে না। কিন্তু এখন যেটা করছেন সেটা আসলে রাজনীতি। মেয়ের শোকের জন্য এমন কিছু বলা উচিৎ নয়, যা তাঁদের এক্তিয়ারের মধ্যে পড়ে না। মুখ্যমন্ত্রী মানুষের দ্বারা নির্বাচিত, কারও দয়ায় নয়। মৃত পড়ুয়ার অভিভাবক আদালতের রায়ের প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করার পরেই ফিরহাদের পাল্টা জবাব। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষও বলেন, মুখ্যমন্ত্রীকে কেন আক্রমণ? ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে তিনি দোষীকে ধরেছেন। কিছু অন্ধ তৃণমূল বিরোধী বাম-অতিবাম এবং চক্রান্তকারীদের কথায় বিভ্রান্ত হয়ে তাঁরা বারবার অবস্থান বদল করছেন। এই সব চক্রান্তকারীদের মুখপাত্র হয়ে উঠছেন। এদিনই মেডিক্যাল কাউন্সিল এবং হাসপাতালের কাজে বাধা দেওয়ায় চার চিকিৎসক মানস গুমটা, উৎপল বন্দ্যোপাধ্যায়, সুবর্ণ গোস্বামী ও পবিত্র গোস্বামীর নামে মেডিক্যাল কাউন্সিল ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় এফআইআর করে।

আরও পড়ুন- যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে অক্ষুণ্ণ রাখার শপথ নিতে হবে : মুখ্যমন্ত্রী

Latest article