কথা দিয়ে কথা রাখলেন মুখ্যমন্ত্রী, মৃতের মাকে দেওয়া হল নিয়োগপত্র

Must read

সংবাদদাতা, বারাসত : কথা দিয়ে কথা রাখলেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। প্রতিশ্রুতি মতো ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে রাজ্য সরকারের নিয়োগপত্র পেলেন বারাসতে দুর্ঘটনায় মৃতের মা। বুধবার বিকেলে মৃতের বাড়ি গিয়ে তাঁর মার হাতে নিয়োগপত্র তুলে দেন পুলিশকর্তারা। ছিলেন সুপ্রতিম সরকার, ভাস্কর মুখোপাধ্যায়, প্রতীক্ষা ঝারখরিয়া-সহ অন্যেরা। এর আগে মুখ্যমন্ত্রীর নির্দেশের পর ৩ সদস্যের কমিটি করে বারাসত হাসপাতালের মর্গ থেকে মৃতের চোখ চুরির তদন্ত শুরু হয়। বুধবার বিকেলে ডাঃ অরিন্দম চক্রবর্তীর নেতৃত্বে তিন চিকিৎসকের টিম ময়নাতদন্ত করেন দুর্ঘটনায় মৃত প্রীতম ঘোষের। ডাঃ চক্রবর্তী জানান, আমরা নির্দেশ মতো আইন মোতাবেক ভিডিওগ্রাফি ও অডিও সমেত দ্বিতীয়বার ময়নাতদন্ত করেছি। ময়নাতদন্তের রিপোর্ট বন্ধ-খামে জমা দেব আমরা। একটি কপি পরিবারকেও দেওয়া হবে। এর বেশি তাঁরা কিছু বলতে চাননি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) বলেছিলেন, তাঁর কোটায় মৃতের মাকে সরকারি চাকরি দেওয়া হবে। তার জন্য মায়ের বায়োডেটা পুলিশকে নিতে বলেন। বারাসত পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার অতীশ বিশ্বাস জানান, পরিবারের পক্ষ থেকে একটি আবেদন ও বায়োডেটা বারাসত থানায় জমা দিয়েছিল পরিবারের সদস্যরা। সেটাই ফরোয়ার্ড করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে। এখনও কাউকে গ্রেফতার করা হয়নি।

আরও পড়ুন-কথা রাখেননি রাজ্যপাল, বিচার চাইতে রাজভবন অভিযানে মৃত শিশুদের পরিবার

Latest article