বাকু, ২২ অগাস্ট : দাবা বিশ্বকাপ ফাইনালের প্রথম রাউন্ডে সময়ের নিরিখে পিছিয়ে পড়েছিলেন ভারতের বিস্ময় দাবাড়ু আর প্রজ্ঞানন্দ। তার পরেও ফিরে এসে খেলা ড্র করলেন বিশ্বের এক নম্বর দাবাড়ু নরওয়ের ম্যাগনাস কার্লসেনের বিরুদ্ধে। দাবা বিশ্বকাপ ফাইনালের প্রথম ক্লাসিক্যাল গেম ড্র হওয়ায় দুই প্রতিপক্ষই একই জায়গায় রয়েছেন। বুধবার হবে দ্বিতীয় ক্লাসিক্যাল গেম। সেটিও যদি ড্র হয় তাহলে ম্যাচের ফয়সালা হবে টাইব্রেকারে।
আরও পড়ুন-তৃতীয় রাউন্ডে লক্ষ্য, ছিটকে গেলেন সিন্ধু
মঙ্গলবার ফাইনালে প্রথম দিন সাদা ঘুঁটি নিয়ে শুরু করেন প্রজ্ঞানন্দ। ইংলিশ কিংস ভ্যারিয়েশনে শুরু করেন ১৮ বছরের ভারতীয় গ্র্যান্ডমাস্টার। প্রথম দিকে চাল দিতে দেরি করছিলেন কার্লসেন। একটি চাল দিতে প্রায় ২৮ মিনিট নেন প্রজ্ঞা। কার্লসেন তাঁর অভিজ্ঞতা কাজে লাগিয়ে ভারতীয় তরুণের উপর চাপ বাড়াতে থাকেন। সময়ের নিরিখে তাই পিছিয়ে পড়েছিলেন প্রজ্ঞা। ফাইনালের দুই প্রতিযোগীই নিজেদের কুইন (রানি) হারান। কিন্তু চাপে পড়েও ভুল করেননি প্রজ্ঞা। প্রথম রাউন্ড ড্রয়ের দিকেই এগোতে থাকে। শেষ পর্যন্ত ৩৫ চালের পর ড্রয়ের সিদ্ধান্ত নেন প্রজ্ঞা ও কার্লসেন। বুধবার দ্বিতীয় ক্লাসিক্যাল গেম। সেখানে সাদা ঘুঁটি নিয়ে খেলা শুরু করবেন কার্লসেন। ফলে চ্যাম্পিয়নশিপ রাউন্ডে বাড়তি সুবিধা পাবেন বিশ্বসেরা গ্র্যান্ডমাস্টার। তবে প্রজ্ঞাও দেখিয়েছেন, কঠিন পরিস্থিতিতেও ফিরতে পারেন। এর আগে কার্লসেনকে হারানোর অভিজ্ঞতাও রয়েছে ভারতের বিস্ময় দাবাড়ুর। তাই শেষ পর্যন্ত কে বাজিমাত করেন, সেটাই দেখার।
আরও পড়ুন-চায়ের আড্ডায় প্রচারে ঝড় তুললেন প্রার্থী নির্মল
এদিকে, প্রজ্ঞার বাবা রমেশবাবু বলেছেন, ছেলের পারফরম্যান্সে আমরা খুব খুশি। এই জায়গায় পৌঁছতে হলে অনেক বাধা টপকাতে হয়। প্রজ্ঞা সেটা করেছে। প্রতিদিন ছেলের সঙ্গে একবার ফোনে কথা বলেন বাবা। আর প্রজ্ঞার মা বাকুতে ছেলের সঙ্গেই রয়েছেন।
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…
নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…