বিলকিসের ধর্ষকদের মুক্তির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ আদালতে

স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে ১৫ অগাস্ট মেয়াদ শেষের আগেই বিলকিস বানো মামলায় দোষীদের মুক্তি দেওয়া হয়েছিল।

Must read

প্রতিবেদন : স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে ১৫ অগাস্ট মেয়াদ শেষের আগেই বিলকিস বানো মামলায় দোষীদের মুক্তি দেওয়া হয়েছিল। সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের হল। ন্যাশনাল ফেডারেশন অব ইন্ডিয়ান ওম্যান নামে এক সংগঠন এই মামলা রুজু করেছে। শীর্ষ আদালতের বিচারপতি অজয় রাস্তোগি এবং বিচারপতি সি টি রবিকুমারের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হবে।

আরও পড়ুন-তাজমহলের কক্ষ খোলার আরজি খারিজ সুপ্রিম কোর্টে

১৫ অগাস্ট গুজরাত সরকার বিলকিস বানো মামলায় দোষী সাব্যস্ত ১১ জনকে সাজার মেয়াদ শেষ হওয়ার আগেই মুক্তি দেয়। রাজ্যের বিজেপি সরকারের এই সিদ্ধান্তে তীব্র ক্ষোভ প্রকাশ করে বিলকিস বানোর পরিবার। সমাজের সর্বস্তরে থেকে গুজরাত সরকারের এই সিদ্ধান্তের তীব্র নিন্দা করা হয়। জানা গিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশেই গুজরাত সরকার দোষীদের মুক্তি দিয়েছে। এবার সেই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আরও একটি মামলা দায়ের হল। এই মামলার প্রেক্ষিতে সর্বোচ্চ আদালত গুজরাত সরকারের বক্তব্য জানতে চেয়েছে।

Latest article