সংবাদদাতা, বসিরহাট : ভোট মিটতেই নজরে সন্দেশখালি (sandeshkhali)। শনিবার উন্নয়নের কাজ খতিয়ে দেখতে সন্দেশখালি যাবেন রাজ্যের মন্ত্রী সুজিত বসু-সহ জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী। থাকবেন জেলাশাসকও। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই সন্দেশখালি যাচ্ছেন তাঁরা। ভোটের আগে সন্দেশখালিকে ইস্যু করে রাজ্য বিজেপি যেভাবে তৃণমূল কংগ্রেসের বদনাম করার চেষ্টা করেছিল, তার যোগ্য জবাব পেয়েছে ভোটবাক্সে।
আরও পড়ুন-মহারাষ্ট্রে গাছের সঙ্গে বাঁধা অবস্থায় উদ্ধার মহিলা বিদেশী নাগরিক
তিন লক্ষেরও বেশি ভোটে সন্দেশখালির মানুষ তৃণমূল প্রার্থী নুরুল ইসলামকে জয়ী করেছেন। সন্দেশখালিকাণ্ডের প্রথম সারির চক্রান্তকারী বিজেপি প্রার্থীর মুখে ঝামা ঘষে দিয়েছে সেখানকার মানুষ। হার নিশ্চিত জেনেই ৩ মাস ধরে ভোটের আয়োজন করেছিল বিজেপি। এতদিন ধরে ভোট চলায় উন্নয়নের কাজও প্রায় থমকে গিয়েছিল। শুধুমাত্র ভোটে জিততেই গদ্দারের নির্দেশে সন্দেশখালিকে ইস্যু করে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল বিজেপি নেতৃত্ব। বিজেপি মণ্ডল সভাপতি গঙ্গাধরের ভিডিও প্রকাশ্যে আসতেই গদ্দার অধিকারীর সেই নোংরা চক্রান্ত ফাঁস হয়ে যায়।